"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৯২ [ তারিখ : ০১-০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @samhunnahar


অথরের নামঃসামশুন নাহার হিরা । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- আর্ট করা, রান্না করা , বিভিন্ন যায়গায় ভ্রমন করা, গান গাওয়া, ফটোগ্রাফি করা এবং কবিতা আবৃত্তি করা । স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের মার্চ মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240501_180934.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240501_180954.jpg

আর্ট পোস্টঃ- একটি সাদা কালো সিম্পল স্কেচ আর্ট। (তারিখ০১.০৫.২০২৪)

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এই গরমের দিনে। গরমের দিনে কেমন ভালো থাকবো সেটা অবশ্যই সবাই বুঝতে পারছেন। যদিও প্রচুর বাতাস ভোর বেলায় একটু বৃষ্টি হলো তাও খুবই কম। কিন্তু গরম তো কমে নাই। গরম গরমের জায়গায় আছে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। আশা করি ঘূর্ণিঝড় হবে আমাদের এখানে। সবাই দোয়া করবেন সবার জন্য যেন সমস্ত বিপদ আপদ থেকে আমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। বন্ধুরা প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের ধারাবাহিকতায় ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে। আজকে আমি আবারও উপস্থিত হয়েছি একটি সাদা কালো আর্ট নিয়ে। সাদা-কালো আর্ট করতে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে যখন সাদা কালো আর্ট করে স্কেচ করা হয় আরো অনেক বেশি ভালো লাগে।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrdszUoVpVUkSCXkvKane7JQecSbqHTj52VyFVvsgrxExwTxiCtbM8ZAFmh3wtFA19FDQzotA.jpg



ছবিটি নেয়া হয়েছে @samhunnahar এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে শামসুন্নাহার আপুর আর্ট পোস্টটা আমার কাছে দারুন পছন্দ হয়েছে। কোনো রকম রং এর ব্যবহার ছাড়া শুধুমাত্র পেন্সিল দিয়ে তিনি একটি দারুন ছবি এঁকেছেন। এই ধরনের আর্ট পোস্ট দেখতে সহজ মনে হলেও যথেষ্ট কষ্টসাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার এটা তৈরি করা।

তিনি আমাদের কমিউনিটির ভালো মানের মেম্বারদের ভেতরে একজন । তিনি নানা রকম গুণে গুণান্বিতা । তিনি ভালো গান গাইতে পারেন, সেই সাথে তিনি দারুন সব ট্রাভেল পোস্ট শেয়ার করেন । আর্ট পোস্ট এবং রেসিপি পোস্টেও তার জুড়ি মেলা ভার। সেই সাথে তিনি দারুন সব ফটোগ্রাফি পোস্টও করে থাকেন। তাছাড়া কমিউনিটিতে তিনি দারুণ একটিভ। তিনি তার সৃজনশীলতা এবং পরিশ্রম দিয়ে প্রতিনিয়ত আমার বাংলা ব্লগকে সমৃদ্ধ করে চলেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 2 months ago 

অভিনন্দন @samhunnahar আপু 🎉😍🤞
দুপুরের দিকে আপনার চমৎকার পোস্টটি দেখলাম আর এখনি এটা সেরা পোস্ট হয়ে গেছে 😍
শুভ কামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আবার একটা পোস্ট শেয়ার করতে হবে ভাইয়া আপনার দিকনির্দেশনা অনুযায়ী🤩🤣। ধন্যবাদ ভাইয়া অনেক অনেক।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপু উনার মেয়েদের প্রতি ভালোবাসা তুলে ধরেছেন। এই আর্ট আমার অনেক ভালো লেগেছে। আপুর জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য। সত্যি কথা বলতে ভাইয়া একটি আর্ট তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার হয় এবং ধৈর্য ধরে করতে হয়। যদিও আমি এত বেশি এক্সপার্ট না আর্ট করতে কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি। গত রাতে আমি এই আর্ট করা শুরু করেছিলাম এবং আজকেই দুপুরে শেষ করে তারপরে পোস্ট শেয়ার করেছি। যেহেতু আমি অনেক বিজি থাকি তাই। আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি সব সময় যেকোনো কাজের প্রতি অনেক বেশি উৎসাহ দেওয়া হয়। সবার কাজকে এত সুন্দরভাবে মূল্যায়ন করা হয় যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আবারো।

 last month 

ফিচার্ড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আপুর অংকনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আর্ট করতে অনেক সময় ও ধৈর্য লাগে। বেশ দারুণভাবে অঙ্কনটি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ফিচার্ড আর্টিকেলে পোষ্টটি মনোনয়ন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06