"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩০৪ [ তারিখ : ১৩.০৫.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৩০৩ তম রাউন্ড শেষে আজ ১৩ মে ২০২৪, ৩০৪ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@rayhan111



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোঃরায়হান রেজা। জাতীয়তা- বাংলাদেশী।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার শিক্ষাজীবন শুরু সিরাজগঞ্জয়ের একটি কিন্ডার গার্টেন স্কুলে এবং সেখানে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছেন । তারপরে সিরাজগঞ্জের সরকারি বিএল স্কুলে তিনি মাধ্যমিক শেষ করেছেন । তারপরে তিনি সিরাজগঞ্জ সরকারি গভমেন্ট কলেজে উচ্চমাধ্যমিক শেষ করেন। তিনি ডাক্তারি পেশায় পড়াশোনা করেছেন । তাঁহার পড়াশোনা এখন শেষ। তিনি ইন্টার্নি অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত আছেন । তিনি সর্বদাই রোগীদের সেবা করেন এবং গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন।স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৯৮৩ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:




"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:


source

ছবিটি নেওয়া হয়েছে- রায়হান ভাইয়ের পোস্ট থেকে

গাছ আমাদের পরম বন্ধু ( Publish: 12.05.2024 )

গাছ আমাদের সবসময়ই উপকার করে থাকে। আসলে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করছি, এই পরিবেশটাকে বসবাসীর উপযোগী করে দিয়েছে এই গাছপালা। যদি গাছপালা না থাকতো তাহলে আমরা বসবাস করতে পারতাম না। কারণ বসবাসের জন্য যে পরিবেশ দরকার আর বসবাসের জন্য যে অক্সিজেন দরকার এই অক্সিজেন আমাদের গাছ দিয়ে থাকে। যার কারণে গাছপালা আমাদের জন্য অনেক বড় ভূমিকা রাখে। আর আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকে এই গাছ। গাছ সবসময়ই আমাদের তার ছায়াতলে আশ্রয় দিয়ে থাকে। শুধু ছায়া তলে না, গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচিয়ে রাখে। আর এই গাছপালা আমরা প্রতিনিয়ত কেটে ধ্বংস করে দিচ্ছি। আসলে আমরা মানুষ নিজেরাই আমাদের পরিবেশকে বসবাসের অনুপযোগী করে ফেলছি। আসলে অতিরিক্ত তাপমাত্রা যে হয়েছিল সেটা আমাদের নিজেদেরই তৈরি করা ছিল।...


পৃথিবীতে যেকোনো প্রাণীকুলের বেঁচে থাকার জন্য গাছ খুবই প্রয়োজনীয়। কারণ এই গাছই আমাদের সবার বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে। আমাদের মানব সমাজে বিভিন্ন ক্ষেত্রে গাছের খুবই উপকারী, কিন্তু আমরা দিনদিন সেইটা ব্যবহার করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি যে, গাছের উপকারিতার কথা ভুলে গিয়ে কিছু মানুষ স্বার্থনেষীর মতো টাকার পিছনে ছুটে চলেছে। আর তারই ফলস্বরূপ কিন্তু আজকের এই বর্তমান পরিস্থিতি। এটা ঠিক যে, প্রয়োজনে অনেক সময়ে গাছ কাটা হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে যে তার পরিবর্তে গাছ লাগাতে হবে এটাই কিন্তু কারো আর মাথায় থাকে না। গাছ আমাদের নিঃসন্দেহে প্রাকৃতিক বন্ধু যা, আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে রক্ষা করে থাকে।

একটা বড়ো গাছ ৪-৫ জন মানুষের অক্সিজেন দেন করতে পারে, তাহলে সেটাই যদি কেটে ফেলা হয়, তাহলে কি হবে। এখন বর্তমান পরিস্থিতি এমন হচ্ছে এই গাছ কাটার ফলে যে, অক্সিজেনের মাত্রা দিনদিন কমতে থাকছে আর ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। এই যেমন উদাহরণ স্বরূপ একটা ঘটনা বলি, কয়েক বছর আগে বিশ্বের সব থেকে বড়ো জঙ্গল আমাজন, যার থেকে সারা বিশ্বে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। আর সেটাই কিছু দুস্কৃতির দল আগুনে জ্বালিয়ে অনেকাংশ ধংস করে ফেলেছে। এর থেকে প্রমাণিত হয় যে, সমাজে এইরকম কিছু মানবজাতি আছে যাদের জন্য আজ এই প্রাকৃতিক ভারসাম্য তলানিতে গিয়ে ঠেকছে।

কারণ যে গাছই এই প্রকৃতির মূল ভারসাম্য বজায় রেখে থাকে, সেটাই যদি ধংস হয়ে যায়, তাহলে দিন দিন আমাদের এই প্রকৃতির বিরূপ ভয়ঙ্কর পরিস্থিতির সাথে লড়াই করে করে বেঁচে থাকতে হবে। এখন যত দিন যাবে, তত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এসে এসে সবকিছু ধংসের দিকে নিয়ে যাবে। এখনো সময় থাকতে থাকতে যদি মানব জাতি নিজেদের ভুলগুলো না বুঝতে পারে তাহলে এর থেকে খারাপ সময় আসতে চলেছে। তাই সবারই উচিত যে, যেসব স্থানে ফাঁকা জায়গা আছে, সেখানে গাছ লাগানো উচিত।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 27 days ago 

আমার বাংলা ব্লগের ফিচারড আর্টিকেলয়ে আমার নাম দেখতে পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। আসলে গাছ আমাদেরও শ্রেষ্ঠ বন্ধু। গাছপালা সবসময় আমাদের উপকার করে থাকে। তাই আমাদের পরিবেশকে টিকিয়ে রাখতে এবং পরিবেশকে বসবাস উপযোগী করার জন্য গাছ বেশি বেশি লাগানো উচিত। যেখানেই জায়গা ফাঁকা রয়েছে সেই জায়গাতেই গাছ লাগানো উচিত। আজকে আমার পোস্টটি ফিচারড পোস্টে দেখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত।এডমিন মডারেটরদের অনেক ধন্যবাদ।

 27 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে রায়হান ভাইয়ের নাম দেখে অনেক ভালো লাগলো। তিনি কিন্তু একেবারে বাস্তবে একটা টপিক নিয়ে লিখেছেন। আসলে গাছ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা নিজেরাই সেই কাজ কেটে ফেলতেছি। যার কারণে প্রকৃতির এরকম ব্যবহার। মানুষ কারনে অকারনে যদি গাছ না কাটে তাহলে সবকিছু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। সবারই উচিত গাছ লাগানোর জন্য এগিয়ে আসা। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 27 days ago 

রাইয়হান ভাই সবসময় সুন্দর সুন্দর ব্লগ লিখে। আমি প্রায় সময় তার ব্লগ পড়ে থাকি। গাছ আমাদের পরম বন্ধু এই ব্লগটিও পড়েছি। তিনি বিভিন্ন রেফারেন্স টেনে বিভিন্ন তথ্য দিয়ে ব্লগটি শেয়ার করেছেন। ব্লগটি সত্যিই অনেক সুন্দর হেল্পফুল ছিল। ধন্যবাদ।

 27 days ago 

গাছের গুরুত্বের কথা আমরা যতই বলবো ততই কম হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। গাছের জন্য আমরা এখনো বেঁচে আছি স্বাধীন এবং ভালোভাবে। রায়হান ভাইয়া গাছ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উনার লেখাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে পড়তে। আর উনার লেখার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে, দেখে তো আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। পোস্টটা সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 27 days ago (edited)

বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।গাছ আমাদের প্রকৃত বন্ধু।গাছ আমাদের আলো দিয়ে ছায়া দিয়ে ও অক্সিজেন দিয়ে সব সময় পাশে থাকে। এই সুন্দর পৃথিবীতে সবুজ প্রকৃতি অতুলনীয়। আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো।অনেক ধন্যবাদ ফিচারড আর্টিকেলে পোস্টটি মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.029
BTC 69344.75
ETH 3687.94
USDT 1.00
SBD 3.27