গাছ আমাদের পরম বন্ধু

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গাছ আমাদের সবসময়ই উপকার করে থাকে। আসলে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করছি, এই পরিবেশটাকে বসবাসীর উপযোগী করে দিয়েছে এই গাছপালা। যদি গাছপালা না থাকতো তাহলে আমরা বসবাস করতে পারতাম না। কারণ বসবাসের জন্য যে পরিবেশ দরকার আর বসবাসের জন্য যে অক্সিজেন দরকার এই অক্সিজেন আমাদের গাছ দিয়ে থাকে। যার কারণে গাছপালা আমাদের জন্য অনেক বড় ভূমিকা রাখে। আর আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকে এই গাছ। গাছ সবসময়ই আমাদের তার ছায়াতলে আশ্রয় দিয়ে থাকে। শুধু ছায়া তলে না, গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচিয়ে রাখে। আর এই গাছপালা আমরা প্রতিনিয়ত কেটে ধ্বংস করে দিচ্ছি। আসলে আমরা মানুষ নিজেরাই আমাদের পরিবেশকে বসবাসের অনুপযোগী করে ফেলছি। আসলে অতিরিক্ত তাপমাত্রা যে হয়েছিল সেটা আমাদের নিজেদেরই তৈরি করা ছিল। আমরা নিজেরা প্রতিনিয়ত গাছপালা কেটে এই পরিবেশে যেন অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছি। তাই গাছ আমাদের সবসময় উপকার করে থাকে। আর এই গাছের যত্ন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


hands-1838659_1280.jpg

source

আপনার জীবনে চলার পথে অনেক বন্ধু আপনার হবে। আর এই বন্ধুগুলো আপনার উপকার করবে, কোন এক সময় ঠিকই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনার বিপক্ষে যাবে, কিন্তু গাছ আমাদের এমন একটা বন্ধু, যে বন্ধু উপকার ছাড়া কখনোই অপকার করে না। গাছ আমাদের প্রতিনিয়ত উপকার করে যাচ্ছে। আপনি একটা গাছ লাগালেন, এই গাছ আস্তে আস্তে বড় হবে এই গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবে, এবং আমাদের পরিবেশকে ঠান্ডা ও শীতল করে দিবে। আবার এই গাছই আমাদের ফল দেবে, আবার এই গাছের কাঠ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস বানাবো।তাই এই গাছ আমাদের সাথে কখনোই বেইমানি করবে না। গাছ যেন সবসময় আমাদের উপকার করে থাকে। পরিবেশের মধ্যে যে অক্সিজেন আমাদের দরকার, এই অক্সিজেন গাছ আমাদের দিয়ে থাকে। আর আমরা নিঃশ্বাসের সাথে যে কার্বন-ডাই-অক্সাইড বিষাক্ত গ্যাস এই পরিবেশের মধ্যে দিয়ে দেই। এই বিষাক্ত গ্যাসের কারণেই আমরা বসবাস করতে পারতাম না। আর সেই গ্যাস গাছ পালা গ্রহণ করে।আসলে গাছে আমাদের কতটা উপকার করছে, সেটা একবার চোখ বন্ধ করলেই আপনি বুজতে পারবেন।


রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো ছিল, আমরা সেই গাছগুলো কেটে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করছি। কিন্তু গাছ কাটার পরে যে গাছ লাগাতে হবে সে নিয়মটা আমাদের জানা থাকলেও, আমরা গাছ লাগাই না। যার কারণে আমাদের পরিবেশটা সত্যি অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আবার শহর অঞ্চলে প্রতিনিয়ত গাছপালা কেটে বিল্ডিং তৈরি করা হচ্ছে। মানুষ শুধু টাকার পিছনে ছুটছে, কিন্তু পরিবেশের কথা কেউ ভাবছে না। আর এই পরিবেশটা যেন প্রতিনিয়ত বসবাসের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। একটা গাছ কাটার পরে যদি গাছ লাগানো হয়, তাহলে পরিবেশটাও সুন্দর থাকবে এবং পরিবেশটাতে বসবাসের জন্য উপযোগী হবে। আর শহর অঞ্চলে এই গাছের পরিমাণ অনেক কম। যার কারণে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে তফাত দেখা যায়।শহরের মানুষের রোগ বালাই বেশি হয়, এই জন্যই। আর যেখানে গাছপালা বেশি থাকবে সেই পরিবেশটা বসবাসের উপযোগী হবে। সেখানে মানুষ সুস্থ থাকবে বেশি। তাই গাছ যেন আমাদের পরম বন্ধু হয়ে প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাচ্ছে। কিন্তু মানুষ হিসেবে আমরাই এই গাছের প্রতি যত্নশীল হচ্ছি না। গাছ লাগানোর বিষয়ে আমরা যেন উদাহীন হয়ে যাচ্ছি।


তাই আমি মনে করি আমাদেরও পরিবেশটাকে সুন্দর ও বসবাসের উপযোগী করতে হলে গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, আর এই কথা মেনে নিয়ে আমাদের গাছ লাগানোর প্রতি দায়িত্বশীল এবং আগ্রহ প্রকাশ করতে হবে। আমরা যদি রাস্তার আশেপাশে ফাঁকা জায়গায় ফেললে না রেখে, সেখানে গাছ লাগাই এবং বাড়ির আঙ্গিনায় ফাঁকা জায়গা পাবো সেখানে যদি আমরা গাছ লাগাই, এই গাছ আমাদের অনেক উপকারে আসবে। গাছ লাগানোর প্রতিআমরা যদি দায়িত্বশীল এবং যত্ন সহকারে গাছ লাগাই তাহলে এই গাছ যখন বড় হবে তখন পরিবেশটা অনেক ভালো হবে। সেই পরিবেশে বসবাসের জন্য উপযোগী হবে এবং এই পরিবেশে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা পাওয়া যাবে। আসলে গাছ আমাদের শুধু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে না। গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকেও বাঁচিয়ে রাখে। তাই সকল কথা চিন্তা করে গাছের বিকল্প নেই। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত বলে আমি মনে করি।


আমরা যখন গাছ লাগাবো আমাদের দেখাদেখি আরো সবাই গাছ লাগানোর প্রতি আগ্রহ প্রকাশ করবে। তাই আমাদের নিজেদের মধ্যেই গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি করতে হবে। আর এই গাছ যখন তখন লাগালেই হবে না। গাছ লাগাতে হবে পরিবেশ ও পরিস্থিতির কথা চিন্তা করে। বর্ষাকালে এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে গাছ লাগাতে হবে। প্রচণ্ড তাপমাত্রার মধ্যে যদি আপনি গাছ লাগায়,তবে সেই গাছে পর্যাপ্ত পরিমাণে পানি না ঢালেন তাহলে এই গাছ মারা যাবে এবং এই গাছ যত্নের অভাবে বৃদ্ধি পাবে না। তাই গাছ লাগানোর পরে আমাদের গাছের প্রতি দায়িত্ব এবং যত্নশীল হতে হবে। তাহলে সেই গাছ তাড়াতাড়ি বড় হবে।কিছুদিন আগে দেখলাম প্রচন্ড তাপমাত্রার মধ্যে সকলেই গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে গাছ লাগানোর সাথে সাথে আমাদের উপকারে আসবে না। এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে আর আস্তে আস্তে আমাদের উপকার করবে। আর শুধু গাছ লাগালে হবে না, প্রচণ্ড গরমের মধ্যে রোদের মধ্যে গাছ লাগালাম, সেই গাছ মারা যাবে। সেই গাছ আর বেঁচে থাকবে না। আর গাছ লাগানোর পরে গাছের প্রতি যত্নশীল ও পরিচর্যা করতে হবে। তাহলে এই গাছগুলো বড় হবে ও আমাদের উপকার করবে।


গাছপালা আমাদের সত্যি বড় উপকারী বন্ধু। এই গাছপালা আমাদের প্রতিনিয়ত উপকার করে যাচ্ছে। আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশে বসবাসের উপযোগী করে দিয়েছে। আর এই গাছপালা প্রতিনিয়ত আমাদের পরিবেশটাকে শীতল ও ঠান্ডা করে রাখছে। তাই বেশি বেশি যদি আমরা গাছ লাগাই। তাহলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর ও বসবাসের জন্য উপযোগী হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হওয়া। তাহলেই আমাদের এই পরিবেশটা অনেক ভালো থাকবে, তাই গাছপালা সত্যি আমাদের জীবনের পরম বন্ধু হয়ে সবসময় উপকার করে যাচ্ছে। 🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আসলে গাছ যে আমাদের কতোটা পরম বন্ধু তা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি বিগত কিছুদিন আগের গরম থেকে।তাই গাছের তুলনা হয়না গাছ আমাদের সব থেকে আপন বন্ধু বলা চলে।সব সময় আমাদের জীবন কে সুরক্ষা দিয়ে আসছে।

 6 months ago 

এটা ঠিক বলেছেন গাছ আমাদের জীবনের পরম বন্ধু। আমাদের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। আর এই গাছের গুরুত্ব আমরা কয়েকদিন আগেই বুঝতে পেরেছি যখন তাপমাত্রা অতিরিক্ত বেড়েছিল। জলবায়ুর এমন পরিবর্তন আমাদের জন্য আসলেই ক্ষতিকর। তাই আমাদের গাছ লাগানো উচিত। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 6 months ago 

আমি আপনার কথার সঙ্গে সহমত ভাইয়া, আসলেই গাছ আমাদের বন্ধু।কারন গাছ কখনো স্বার্থবাদী হয় না।কিন্তু মানুষের আচার-আচরণ যখন তখন পরিবর্তন হয়ে যায়।তাই গাছ লাগাতে হবে বেশি বেশি, ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা প্রকৃতির উপরে কতটা প্রভাব পড়ে নিশ্চয়ই আমরা বেশ কিছুদিন আগে থেকে বুঝতে পেরেছি। চারিদিকের বন জঙ্গল উজাড় করার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। শুধু কি তাই গাছপালা না থাকলে অক্সিজেনের অভাবে প্রাণী জীবন হুমকিতে পড়বে। এমনকি গাছপালা নাইট্রোজেন গ্রহণ করে। আর এটা পরিবেশের জন্য খুবই মারাত্মক। গাছ আমাদের খুবই উপকারী। তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো।

 6 months ago 

ছোটবেলা থেকে আমরা সবাই জানি গাছ আমাদের বন্ধুত্ব। তবে কেন জানি গাছ লাগানোর প্রতি আমাদের তেমন কোন আগ্রহ নেই। আসলে গাছ সত্যি আমাদের বেঁচে থাকার পরিবেশ তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে সবকিছুতেই গাছের ভূমিকা অনেক বেশি। ভাই আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 6 months ago 

আসলে কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। বর্তমান কিছু অসাধু চক্রের কারণে প্রতিনিয়ত গাছ কেটে উজার করা হচ্ছে । বিশেষ করে রাস্তার পাশে বড় বড় যে গাছগুলো দেখতে পেতাম সেগুলো দিনে দিনে কেটে ফেলা হচ্ছে। যেটা খুবই দুঃখজনক আমাদের এখানেও সেটা পরিলক্ষিত। সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে প্রতিবাদ করতে হবে ।আজকে আপনি যে কথাগুলো তুলে ধরলেন আমাদের এই রকম মনোভাব গড়ে তুলতে হবে । তাহলে পৃথিবী সুন্দর হবে । একদম ঠিক, গাছ আমাদের পরম বন্ধু।

 6 months ago 

আসলেই গাছ আমাদের পরম বন্ধু। গাছ পালা যখন অনেক ছিলো তখন ঠিকি পরিবেশের তাপমাত্রা ঠিক ছিলো। কিন্তু গাছপালা নিধন করতে করতে এখন এমন এক অবস্থা করে ফেলেছি আমরা যে কোনো ভাবেই তাপমাত্রা কমেনা পরিবেশের। আমাদের উচিৎ নিয়মিত গাছ লাগানো।

বিগত কিছু দিনের গরমের মাঝে টের পেয়েছি গাছ আমাদের কতটা সাহায্য করে থাকে। আসুন গাছ যদি নাও লাগাতে পারি তবুও আমরা যেন গাছের ক্ষতি না করি ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76457.44
ETH 2977.83
USDT 1.00
SBD 2.62