"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৯৫ [ তারিখ : ০৪-০৫-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mrahul40


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মোঃ রাহুল হোসেন। জাতীয়তা: বাংলাদেশি। রাহুল ভাই আমার বাংলা ব্লগের পুরোনো সদস্যদের মধ্যে একজন। উনি ডিপ্লোমা শেষ করে বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজি নিয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত। রাহুল ভাই ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240504-173642.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240504-173230~2.png

আলহামদুলিল্লাহ অবশেষে বেকারত্ব দূর হলো। by @mrahul40 (০৩/০৫/২০২৪ )

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। একটা ছেলের স্বপ্ন লেখাপড়া শেষ করে চাকরি করবে এবং পরিবারের হাল ধরবে। কিন্তু দেশের যা প্রেক্ষাপট চাকরি পাওয়াটা অনেক বেশি কঠিন হয়েছে সেটা সরকারি চাকরি হোক কিংবা কোন কোম্পানিতে হোক। আসলে এটা হল আল্লাহর দান যেদিন লিখে রাখবে ঠিক সেই দিন হবে। তবে আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে।...


যেকোনো মানুষের কাছে পড়াশোনা শেষে ভালো চাকরি পাওয়া একটা বড় সফলতার নজির। কারণ আমরা যারা গতানুগতিক সমাজ ব্যবস্থায় বড় হয়ে উঠি তাদের কাছে শিক্ষা শেষে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর এটাই মানসিকতা ছোটো থেকেই তৈরি করে দেওয়া হয়। আর বর্তমান সময়ে বহু পরিশ্রমের পরে যখন একটা চাকরি হাতে এসে ধরা দেয় তখন যেন আনন্দের সীমা থাকেনা। আজ যখন আমার বাংলা ব্লগে স্ক্রল করছিলাম তখন রাহুল ভাইয়ের পোস্টটা নজরে এলো। আমার বাংলা ব্লগ যে একটা বড়ো পরিবার হয়ে উঠতে পেরেছে সেটা তার পোস্ট আবার বড় প্রমাণ করলো।

চাকরি আমাদের দেশে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষিত যুবক ও যুবতীদের মধ্যে সেটা রাহুল ভাইয়ের পোস্টটা পড়লেই বোঝা যায়। প্রত্যেকটা পরিবারের শিক্ষিত যুবক-যুবতীদের আশা থাকে তারা পড়াশোনা শেষ করে একটা সম্মানযোগ্য চাকরি জোগাড় করে তাদের পরিবারকে স্বচ্ছলতা প্রদান করবে এবং পরিবারের হাত ধরবে। রাহুল ভাই সেদিক থেকে ব্যতিক্রম নয় তাই ডিপ্লোমা শেষ করার দেড় বছর পর তিনি যখন চাকরি পেলেন তখন তার আনন্দটা তিনি আমার বাংলা ব্লগের সাথে ভাগ করে নিলেন।

যারা এখন রাহুল ভাইকে অভিনন্দন জানাননি তারা অবশ্যই তাকে কমেন্টের মাধ্যমে অভিনন্দন জানাবেন।

Screenshot_20240504-173230~2.png

ছবিটি @mrahul40 ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ।

Banner New.png

Sort:  
 last month 

চাকরি পাওয়ার আনন্দটা সত্যি অনেক বেশি। রাহুল ভাইয়ার আনন্দ দেখে অনেক ভালো লেগেছে। উনার পোস্ট যদিও পড়া হয়নি। তবে এই পোস্টটি দেখে ভালো লাগলো। আজকের ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লেগেছে।

 last month 

কোন ব্যক্তির যখন কর্মসংস্থান হয় সেটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। রাহুল ভাইয়ার আনন্দের খবরটা শুনে অনেক ভালো লাগলো। যদিও পোস্টটি আমার পড়া হয়নি তবে পড়ে নিব।ফিচারড আর্টিকেলে পোস্টটি নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

অনেক ভালো লাগলো পোস্ট পড়ে। কারণ একটি পরিবারের মধ্যে একজন পুরুষের চাকরি হওয়া খুবই জরুরী। কারণ একজন ছেলে মানুষের পিছনে অনেকজন মানুষ নির্ভরশীল। একটি পরিবারের ছেলে সন্তান যখন চাকরি পায় সেই পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। সবচেয়ে বেশি ভালো লাগে লেখাপড়া করে অনেক কষ্ট করে চাকরিটা জোগাড় করা মানে বেকারত্ব দূর হওয়া। এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 last month 

যখন কোনো যুবকের জীবন থেকে বেকারত্ব লেখাটা মুছে যায় তখন তার চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। রাহুল ভাইয়া কে অভিনন্দন। তিনি নতুন একটি কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছেন আর সেই অনুভূতি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের ফিচারড আর্টিকেলের জন্য রাহুল ভাইয়ার এই পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66916.74
ETH 3481.88
USDT 1.00
SBD 3.17