How to create YT Subscribe pop-up link ? || কিভাবে ইউটিউব চ্যানেলের পপ-আপ সাবসক্রাইব লিংক তৈরী করা যায়।

in #youtube7 years ago

আশাকরি সবাই ভালো আছেন।
আজকের পোস্টের বিষয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেলের পপ-আপ সাবসক্রাইব লিংক তৈরী করা যায়।

আমরা অনেকে হয়তো জানিনা পপ- আপ সম্পর্কে। পপ-আপ লিংক অনেক প্রকারের হতে পারে।ইউটিউব পপ-আপ এমন একটা লিংক যেটাতে কেউ ক্লিক করলে আপনার লিংকে থাকা উদ্দেশ্য সফল হতে পারে।আপনার তৈরিকৃত লিংকে যখন কেউ ক্লিক করবে যখন ছবিতে দেখানোর মত সাবসক্রাইব করতে বলা হবে তখন প্রবেশকারী খুব সুন্দর একটা সাবসক্রাইব অপশন পাবে এবং সহজেই সাবসক্রাইব করতে পারবে। এই লিংক আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা ভিডিওর ডিসক্রিপশনেও ব্যাবহার করতে পারবেন।

লিংক তৈরি করবেন যেভাবেঃ প্রথমে আপনি আপনার চ্যানেলের URL টি কপি করবেন এবং সেটা যেন কাস্টম URL না হয়। এইটা যদি না পারেন কমেন্ট করতে পারেন।

maxresdefault.jpg

তারপর কপি করা লিংটি নিচে হ্যাসট্যাগের পর যে কিওয়ার্ডটি তার আগে পেস্ট করে দিবেন। লিংক তৈরী করা শেষ। এবার পরীক্ষা করে দেখতে আপনার ব্রাউজারে আপনার লিংটিতে প্রবেশ করুন।
(অবশ্যই ডেস্কটপ মুডের ব্রাউজার লাগবে)

#?sub_confirmation=1

আমার তৈরিকৃত লিংকঃ https://www.youtube.com/channel/আপনার চ্যানেলের url ?sub_confirmation=1

বুঝতে কষ্ট হলে আমি তো আছি, কমেন্ট করতে পারেন
ধন্যবাদ, হ্যাপি ইউটিউবিং।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 111776.87
ETH 4001.83
USDT 1.00
SBD 0.58