Gdhdjdjdhdknesnkso

in #xnndjdjlast year

দীর্ঘ একমাস কঠোর অনুশাসন, উপবাস, সংযম আর মহান সৃষ্টিকর্তার উপাসনার পরে আসে সেই কাঙ্খিত সময় । আকাশে দেখা দেয় সরু বাঁকা এক ফালি উজ্জ্বল রুপোলি চাঁদ । ঈদের চাঁদ । সারা বিশ্বের প্রতিটা মুসলমান ঈদের এই চাঁদ দেখে খুশিতে মেতে ওঠে ও আল্লাহর দরবারে মোনাজাত করে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মহান সৃষ্টিকর্তাকে ।

ঈদ মানেই তাই আনন্দ আর অপার খুশির জোয়ারে ভেসে যাওয়া । ভারত সহ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা প্রভৃতি দেশে বেশ সাড়ম্বরে পালিত হয়ে থাকে ঈদ । ঈদ শুধু মুসলিমদের উৎসব নয়, এটা সার্বজনীন । আর তাই প্রত্যেকবারের মতো এবছরেও "আমার বাংলা ব্লগের" তরফ হতে ঈদ সালামির আয়োজন করা হয়েছে ।

ঈদ সালামী হলো একটি ঈদের উপহার । সবার জন্য খুশির ছোট্ট উপহার। যত ক্ষুদ্র উপহারই হোক না কেনো এই ঈদ সালামী, এতে সবারই আনন্দ বেড়ে যায় অনেক ।

ঈদের আর খুব একটা দেরি নেইও । আজ বুধবার । শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা ৯৯% । যদিও এটি সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তবুও পঞ্জিকা অনুযায়ী যে ডেট দেওয়া থাকে নিখুঁতভাবে সেই ডেটেই সাধারণত ঈদের চাঁদ দেখা যায় । আর পঞ্জিকা অনুযায়ী এ বছর ঈদ ২২ এপ্রিল ২০২৩ । তাই মাঝে মাত্র আর দু'টো দিন । তারপরই সেই বহু কাঙ্খিত ঈদ ।

আজ তাই ঈদের সালামির জন্য ঘোষণা করা হলো ।

ঈদ ২০২৩ উপলক্ষ্যে "আমার বাংলা ব্লগের" তরফ হতে ঈদের সালামি কি ভাবে পাবেন
০১. আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ এর ভেরিফায়েড এক্টিভ মেম্বার অথবা এক্টিভ গেস্ট ব্লগার হতে হবে । "আমার বাংলা ব্লগ" বাদে অন্য কোনো কমিউনিটির সদস্য হলে হবে না ।

০২. আমার আন্ডারে যে কয়টি কমিউনিটি রয়েছে তাদের সকল অ্যাডমিন/মডারেটররাও ঈদের সালামী পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন ।

০৩. এই পোস্টটির কমেন্ট বক্সে আপনার স্টিমিট আইডি এবং ডিস্কোর্ড আইডি উল্লেখ করে কমেন্ট করতে হবে ।

০৪. এই পোস্টটি পাবলিশ হওয়ার ৪ (চার) ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে । চার ঘন্টার পরের কমেন্টগুলো কাউন্ট করা হবে না ও ভ্যালিড রিকোয়েস্ট হিসেবে গণ্য করা হবে না ।

০৫. ঈদের দিন সন্ধ্যায় আপনি আপনার স্টিমিট একাউন্টে @tintin একাউন্ট হতে ঈদ সালামী হিসেবে স্টিম পেয়ে যাবেন ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57929.49
ETH 2354.05
USDT 1.00
SBD 2.44