কেমন আছেন সবাই ? আশাকরি অনেক অনেক ভালো আছেন সবাই। আবারও ধন্যবাদ জানাই " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাইকে আমাকে অনেক বেশি সাপোর্ট দেবার জন্য। আজ আমি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে।
জীবনে কি কখনো ভেবে দেখেছেন , আমাদের এই জীবন কত ছোট। এই ছোট্টো জীবনে আমরা কি করেছি , কি করছি , আর কি করবো। কিভাবে এই সময় চলে যায় চোখের পলকে , তা আমরা কেউ বুঝতে পারি না।
কথায় আছে না " সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না " আসলে আসলে আমাদের জীবনে স্মৃতি ছাড়া আর কিছুই নেই। এই বর্তমান এবং ভবিষৎ বলে কিছুই নেই , যা আছে তা সব অতীত।
আসলে সারা দিন শেষে আমরা যখন ভাবি, এত কাল আমি কি করছি , কার জন্য করছি। এই প্রশ্নের উত্তর আমরা আর খুঁজে পাই না। তো আজকের কবিতায় আমার মনের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের ভালো লাগবে।

link
বেলা শেষে
নিলয় মজুমদার
অপরাহ্নে বসে আছি জানালার পাশে হাতে রেখে মাথা ,
ভাবিতেছি জীবনের ফেলে আসা কত স্মৃতি কথা।
কুলায় ফিরিছে পাখি, শত কলরবে মাতি
সুধায় সে পেরেছে কি ডাকিতে মধুর সুরে
ভালোবাসি ভালোবাসি মরিতে পারি তব তরে।
পারিনি তো ? তবে কেন মিছে এ ভাবনা ?
তার থেকে এই ভালো ফিরে যাও নিয়ে এসো নতুন কামনা।
বলাকার উড়ে যায় গেঁথে যায় পাখার মালা
বলে যায়, কভু কিহে দিয়ে ছিলে কারো করে শঙ্খের বলা ?
ওই দূর বনে সন্ধ্যা ঘনায় ধীরে, জেগে ওঠে হাজারো তারা।
মিটি মিটি হেঁসে বলে পেরেছো কি জানিবারে
তুমি আজ হয়ে আছো হারা।
মৃদু মৃদু আলো জ্বেলে জোনাকিরা দলে দলে-
বলে যায়, পারনি একটি প্রদীপ জ্বালাতে তুলসি তলে।
কৃষ্ণা দ্বাদশীর চাঁদ দিয়ে যায় ম্লান আলো পৃথিবীর পরে ,
উজাড় করিয়া তার হৃদয়ের প্রেম ভার প্রেয়সীর তরে।
বুড়ো পেঁচা জেগে থাকে কর্কশ স্বরে বলে-
কেন হেথা বসে আছো ? কি আশার ছলে ?
আবার ফিরিয়া যাও নবীন,
জনম লও পর তব নতুনের সাজ-
প্রাণ খুলে হেসে নাও,
সব কিছু বুঝে নাও,
কর জীবনের শেষ কাজ।
সব কিছু ফেলে হায় ,
সকলে বলিয়া যায় ,
ফেলে যায় শুধু তার স্মৃতি।
জীবন সায়াহ্নে এসে কিছুই না মনে ভাসে ,
তবে কি আমার এখন বেলা শেষ ?
ধন্যবাদ সবাইকে।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 0/8) Get profit votes with @tipU :)
এই কথাটি আপনি ঠিকই বলেছেন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আসলে আমাদের জীবনের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। ভীষণ ভালো লেগেছে আপনার আজকের এই কবিতাটি পড়ে আমার কাছে। প্রত্যেকটি লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আমার কাছে এই কবিতাটি যত পড়েছি ততই ভালো লাগছে। এরকম কবিতা গুলোর মাধ্যমেও নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। ভালোই ছিল।
ধন্যবাদ আপু।