প্রিয় আমার বাংলা ব্লগ||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গতকাল থেকে একদম মন ভালো নেই। হয়তো আমার মত অনেকেরই একই অবস্থা। আসলে দীর্ঘ সময়ের এই পথ চলার মাঝে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আমরা কেউ বুঝতেই পারিনি। গতকাল দাদার কথাগুলো শুনে সত্যিই অনেক কষ্ট লেগেছে। তবে দাদা আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্তই নিয়ে থাকেন। তাই আমাদেরকেও সবকিছু মেনে নিতে হবে। আজ আমি আমার এই পোষ্টের মাধ্যমে নিজের কিছু অনুভূতি শেয়ার করবো।


প্রিয় আমার বাংলা ব্লগ:

IMG_20250831_142631.jpg


দেখতে দেখতে কখন যে চারটি বছর পার করে ফেললাম বুঝতেই পারিনি। সময়ের সাথে সাথে কত মানুষের সাথে যে পরিচয় হয়েছে সেটা আমরা নিজেরাই জানি। সম্মানিত এডমিন, মডারেটর, আমাদের প্রিয় দাদা, বৌদি, আর সকল সদস্যদের সাথে আন্তরিকতা তৈরি হয়েছে। আর অন্য রকমের একটি বন্ধন তৈরি হয়েছে। যেই বন্ধন কখনো ছিন্ন করা সম্ভব না। আর এই বন্ধন আমাদেরকে এক করে রেখেছে।


আমার বাংলা ব্লগের সাথে আমার দীর্ঘদিনের এই পথ চলায় সবাই আমার সুখ দুঃখের সাথী হয়েছে। নিজের কষ্টগুলো সবার মাঝে শেয়ার করেছি। নিজের ভালোলাগাগুলো উপস্থাপন করেছি। প্রিয় আমার বাংলা ব্লগ আমাদের জীবনের সাথে মিশে গেছে। আমার বাংলা ব্লগ পরিবার আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আর এই পরিবারের থেকে দূরে সরে যাব এটা ভাবতেই কেন জানি দুচোখ পানিতে ভিজে উঠছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভীষণ কান্না পাচ্ছিল।


মনে হচ্ছিল কোন প্রিয় কিছু হারাতে চলেছি। আর বুকের ভিতরে অদ্ভুত এক কষ্ট তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যেন ভেতরের চাপা কষ্ট গুলো খুবই আঘাত করছে। প্রিয় আমার বাংলা ব্লগকে ছাড়া আমরা সত্যিই থাকতে পারবো না। হয়তো আমার মত সবারই একই অবস্থা। দীর্ঘদিনের এই অভ্যেস, দীর্ঘদিনের এই বন্ধুত্ব, আর দীর্ঘ দিনে গড়ে ওঠা এই পরিবারকে ছাড়া বাঁচা সত্যিই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।


আমার বাংলা ব্লগ পরিবার আমাদের অতি আপন। সবাই আমাদের অতি আপনজন। সবাইকে যেভাবে আমরা আপন করে নিয়েছি তারাও আমাদেরকে আপন করে নিয়েছে। এই পরিবারের মানুষগুলোকে ছাড়া বর্তমানে নিজেকে অসম্পূর্ণ লাগে। কোথাও গেলে কিংবা ব্যস্ত সময়ের মাঝেও সবসময় সবাইকে খোঁজার চেষ্টা করি। সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। বর্তমানে আমরা এরকম একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে কারো সাথে আর সেভাবে যোগাযোগ হবে না এই কথাটি ভেবেই কান্না পাচ্ছে।


আমার বাংলা ব্লগের সাথে আমার পথচলা দীর্ঘদিনের হলেও এই দীর্ঘদিনের মাঝে নিজের কাজের প্রতি কখনো অবহেলা করিনি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আর আপনারাও আমাকে অনেক সম্মান দিয়েছেন। সত্যি কথা বলতে এই প্লাটফর্ম আমাকে বাঁচিয়ে রেখেছে। জানিনা আমার বাংলা ব্লগ পরিবার ছাড়া কতটুকু ভালো থাকতে পারবো। তবে কেন যেন মনে হচ্ছে ভালো থাকাটা বোধয় শেষ হয়ে গেল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

1756641333318.png

 2 days ago 

ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ পরিবার ছাড়া ভালো থাকাটা বেশ কস্টকর। আমার বাংলাব্লগের সাথে যুক্ত সকলের সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। বেশ কস্ট হবে সকলকে ছাড়া থাকতে। তবুও থাকতে হবে । তবে যুক্ত থাকবো বাংলা ব্লগের সাথে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 109892.49
ETH 4346.76
SBD 0.83