জেনারেল রাইটিং-পথ শিশুদের কথা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি পথ শিশুদের নিয়ে কিছু কথা লিখবো। আসলে আমাদের চারপাশে আমরা এমন কিছু পথ শিশুদের দেখতে পাই যাদের দেখলে ভীষণ খারাপ লাগে। আর সেই খারাপ লাগা থেকেই বিষয়গুলো আজকে শেয়ার করবো। আশা করছি আমার লেখাগুলোর সাথে আপনারাও বাস্তবতার অনেক মিল খুঁজে পাবেন।
পথ শিশুদের কথা:
.jpg)
Source
যখন একটি সন্তান পৃথিবীতে আসে তখন সে একটি পরিবার চায়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু শিশু আছে যারা জন্মের পর থেকেই পরিবার খুঁজে পায় না। কিংবা পরিবার পেলেও ভালো পরিবেশ খুঁজে পায় না। ধীরে ধীরে পথ শিশু হয়ে যায়। তাদের বাবা মা হয়তো তাদেরকে আদর যত্নে লালন পালন করতে ব্যর্থ হয়। আবার অনেক সময় দেখা যায় বাবা-মা আলাদা হয়ে নতুন সংসার করে। আর সেই ছোট্ট শিশুগুলোর ঠাঁয় হয় রাস্তার পাশের কোন ফুটপাতে।
পেটের ক্ষুধা সবার আছে। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সেই ছোট ছোট শিশুগুলোই রাস্তায় নেমে পড়ে। সবার কাছে ভিক্ষা চেয়ে। যে কয়টা টাকা উপার্জন করে তাই দিয়ে নিজের খাবারের যোগান করে। তাদের কাছে ভালো পোশাক পরা অনেকটা বিলাসিতার মতো। খেতে পারলেই যেন তাদের মুখে হাসি ফুটে ওঠে। সেই পথ শিশুদের যখন ভিক্ষা করতে দেখি তখন হৃদয় কেঁপে উঠে। আমাদের সমাজে এমন অনেক দম্পতি আছে যারা হাজার চেষ্টা করেও মা বাবা হতে পারেন না। অথচ ছোট ছোট শিশুগুলোর বাবা-মা তাদের দায়িত্ব নিতে পারেননি।
ছোট ছোট পথ শিশুরা যখন সবার কাছে ভিক্ষা চায় তখন অনেকেই বিরক্ত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কিছু চক্র সেই ছোট শিশুদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করায়। তারা অনেকটা বাধ্য হয়েও মাঝে মাঝে ভিক্ষাবৃত্তি করে। যদি নির্দিষ্ট পরিমাণে টাকা যোগাড় করতে না পারে তাহলে তাদের উপর চলে অমানবিক নির্যাতন। শহর অঞ্চলগুলোতে এই চক্রের সংখ্যা অনেকটাই বেশি।
রাস্তার পাশে পড়ে থাকা ছোট ছোট শিশুগুলোর মুখের দিকে তাকালেই ভীষণ মায়া হয়। আবার এমন কিছু শিশু আছে যারা মানুষ দেখলেই শুধু তাকিয়ে থাকে। তাদের দেখলে ভীষণ কষ্ট হয়। হয়তো সে অনাদরেই বেড়ে উঠেছে। ভালো একটি পরিবেশ কিংবা ভালো একটি পরিবার তার ভাগ্যে জোটেনি। রাস্তায় ঠাঁয় হয়েছে তার। আর সবার অপমান সহ্য করেই সেই ছোট্ট শিশুটি টিকে আছে এই সমাজের বুকে। মানুষ তাদের নাম দিয়েছে পথ শিশু।
তবে এই ছোট ছোট শিশুগুলো বেশিরভাগ সময় বড় ধরনের চক্রের সাথে জড়িয়ে পড়ে। বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে তারা জড়িয়ে পড়ে। যখন তাদের মাথার উপর কেউ থাকে না তখন অপরাধ চক্রের লোকগুলো সেই ছোট্ট শিশুদেরকে ব্যবহার করে। ধীরে ধীরে তারা অপরাধমূলক কাজের সাথে যেমন জড়িয়ে পড়ে। তেমনি তাদের মানসিকতাও বদলে যায়। তারা যদি ভালো একটি পরিবেশ পেতো হয়তো তাদের জীবন এভাবে নষ্ট হয়ে যেত না। তারা ভালো একটি পরিবেশ পেলে হয়তো তারাও সমাজের সবার মতই নিজেকে প্রতিষ্ঠা করতে পারত। এই দায়িত্বটা কেউ নিতে চায় না। আমার মনে হয় যারা সম্পদশালী কিংবা অর্থশালী লোকজন আছেন তারা যদি এই শিশুদের পাশে দাঁড়ান তাহলে তারাও একটি সুন্দর ভবিষ্যৎ পেতে পারে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1959664119961026945?t=Zu4B9YBP10UZocXHvjPh1g&s=19
https://x.com/Monira93732137/status/1959666542108635158?t=lQ0mhdbSp2AigwYEMnDnag&s=19
https://x.com/Monira93732137/status/1959667632459940165?t=CN94yfrSrL5xVAjsnTgAZw&s=19
https://x.com/Monira93732137/status/1959668156739604587?t=ONbCpnwS6yykwrcuPnutpA&s=19