জেনারেল রাইটিং-অনিশ্চিত এই জীবন||

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের চিন্তাধারা গুলো সবার মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


অনিশ্চিত এই জীবন:

people-2565169_1280 (1).jpg

Source


জীবনের সময় গুলো খুব দ্রুতই যেন পেরিয়ে যাচ্ছে। কখন যে এতটা সময় পার করে ফেললাম বুঝতেই পারিনি। মনে হচ্ছে এই তো সেদিন গুটিগুটি পায়ে হাঁটতে শুরু করেছিলাম। বাবা মায়ের হাত ধরেই হয়তো আমাদের পথ চলার শুরু হয়েছিল। পরিবারের মানুষগুলোর উপর ভরসা করে একটু একটু করে এগিয়ে যেতে শিখেছিলাম। নতুন কিছু করার প্রতি কিংবা নতুন কিছু শেখার প্রতি তখন আমাদের ভীষণ আগ্রহ ছিল। কারণ পাশে ছিল পরিবারের মানুষগুলো। সময়ের সাথে সাথে আমরা ধীরে ধীরে যেমন বড় হতে শুরু করলাম তেমনি চারপাশে যেন আপন মানুষের সংখ্যা কমতে শুরু করলো।


সময়ের সাথে সাথে ভরসার মানুষগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো। এখন আর চলার পথে কেউ পাশে এসে ভরসা দেয় না। জীবনের চলার পথ গুলো সময়ের সাথে সাথে কেন জানি বদলে যেতে শুরু করলো। যখন একটু বড় হলাম তখন জীবনের চলার পথ আরো কঠিন হয়ে পড়ল। জীবনের বাস্তবতা, ক্যারিয়ার সবকিছু মিলিয়ে যেন নিজের উপরেই সব এসে পড়ল। ছুটে চললাম নিজের মতো। ছুটতে ছুটতে কখন যেন থমকে দাড়িয়ে গেলাম। মনে হলো জীবনটা বোধ হয় আরো এক ধাপ বদলে গেল।


যেদিন সংসার জীবনে প্রবেশ করলাম সেদিন বুঝতে পারলাম সত্যি অনেক বড় হয়ে গেছি। অনেক দায়িত্ব এসে পড়ল। সবার দায়িত্ব পালন করতে করতে কখন যে নিজের দায়িত্ব নেওয়া ভুলে গেলাম বুঝতেই পারিনি। নিজের বলতে কিছু তখন আর রইল না। সবকিছুই যেন পরের জন্য। সময়ের সাথে সাথে জীবনটা আরো বেশি জটিল হতে শুরু করল। জীবনের সমীকরণ আর নিজের জীবনের বাস্তবতা গুলো অনেক কিছু বুঝতে শেখালো। অনেক কিছু বদলাতে শুরু করলো।


কোন একটা সময়ে গিয়ে সবার জন্যই সবকিছু হলো। কিন্তু নিজের জন্য আর কিছুই রইল না। নিজের বলতে আর কিছু অবশিষ্ট রইল না। হয়তো সময়ের সাথে সাথে নিজেকে ভালো রাখাটাই আমরা ভুলে গেছি। নিজেকে নিয়ে চিন্তা করাটাও ভুলে গেছি। কিংবা নিজে কিভাবে আমরা ভালো থাকবো সেই কথাটাও ভুলে গেছি। জীবনের বাস্তবতা গুলো আমাদের চিন্তাধারা বদলে দিয়েছে। জীবনের বাস্তবতা গুলো আমাদেরকে লুকিয়ে বাঁচতে শিখিয়েছে।


এখন যেমন জীবন থেকে আমরা অনেক কিছুই হারিয়েছি কিংবা ভালো লাগাগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি তেমনি কোন একটা সময়ে আমরা নিজেকেও হারিয়ে ফেলবো। ধীরে ধীরে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। নিজের ভালোলাগার সেই অনুভূতিগুলো আর খুঁজে পাবো না। শেষ হয়ে যাবে সব আশা আকাঙ্ক্ষা কিংবা ভালো লাগা। হয়তো সময় সবকিছু বদলে দিবে। আমাদের এই জীবনটা বড্ড বেশি অনিশ্চিত। কখন জীবন প্রদীপ নিভে যাবে আমরা কেউ জানিনা। কোন একটা সময়ে গিয়ে আমরা হয়তো জীবনের মানে বুঝতে পারবো। কিন্তু তখন জীবন ফুরিয়ে যাবে। আর অনিশ্চিত এই জীবনে আমরা যতটুকু পারি নিজের জন্য বাঁচবো। তাহলে ভালো থাকতে পারবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

1755600048765.png

 16 days ago 

আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মধ্যে শেয়ার করছেন।অনিশ্চিত জীবনে আমরা কতই না কিছু করতেছি।তবে আমরা কখনোই ভাবেনি নিজেকে ভালো রাখার জন্য কিছু ভালো সময় অতিক্রম করার।অনিশ্চিত জীবনে কখন জীবন ফুরিয়ে যাবে আমরা এটাও জানি না।তাই নিজের জন্য কিছু করে রাখতে হবে।ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111081.32
ETH 4326.18
USDT 1.00
SBD 0.83