অভিমানের পাহাড়||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লিখতে অনেক ভালো লাগে। নিজের অনুভূতি গুলোই শেয়ার করার চেষ্টা করি। আর নিজের অনুভূতিগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটি নতুন পোস্ট আপনাদের মধ্যে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
অভিমানের পাহাড়:

Source
মাঝে মাঝে মনে হয় জীবনটা যেন এক অভিমানের পাহাড়। অভিমান জমতে জমতে হৃদয়ে যেন পাহাড় সমান অভিমান জমা রয়ে গেছে। সেই অভিমানের পাহাড় বড্ড বেশি ভারী লাগে। আজকাল অভিমানের পাহাড় বুকে নিয়ে ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ছে। আমরা আমাদের কাছের মানুষদের কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পাই। তাদের অবহেলা কিংবা তাদের দেওয়া কষ্ট গুলোই আমাদের মনে অভিমানের সৃষ্টি করে।
দূরের কেউ যদি আমাদেরকে কিছু বলে তখন হয়তো সেভাবে গায়ে লাগেনা। কিন্তু কাছের মানুষগুলো যখন কোন কথা বলে তখন সেই কথা আঘাত ভোলা যায় না। সেই কথার আঘাতে ভেতরটা যেমন শেষ হয়ে যায় তেমনি বুকের মাঝে পাহাড় সমান অভিমান জমা হয়। হয়তো সেই মানুষগুলো কখনো বুঝতে পারে না। কারণ তাদের বোঝার মত অনুভূতি হয়তো নেই। কিন্তু যেই মানুষটি কাছের মানুষদের দ্বারা সব সময় কষ্ট পায় তার ভেতরটা শেষ হয়ে যায়।
আমরা যারা নিজেদের মতো করে ভালো থাকতে চাই তারা হয়তো বুকে পাহাড় সমান অভিমান জমিয়ে রেখেও মুখে বলি ভালো আছি। হয়তো ভালো থাকার প্রতিযোগিতায় নেমেছি। কিংবা মিথ্যে ভালো থাকার অভিনয় করে চলেছি। আসলে বাস্তবতায় আমরা কতটুকু ভালো আছি কেউ জানিনা। হয়তো সময়ের সাথে সাথে ভালোলাগাগুলো জীবন থেকে হারিয়ে যায়। আর অভিমানের পাল্লা সময়ের সাথে সাথে আরো বেশি ভারী হয়ে ওঠে।
ছোট ছোট অভিমানগুলো কখন যে ধীরে ধীরে জমতে জমতে পাহাড় সমান অভিমানে পরিণত হয় সেটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু কোন একটা সময়ে গিয়ে সেই অভিমানের চাপায় পড়ে সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। সেই অভিমানের মাঝে ভালোলাগা কিংবা ভালোবাসাগুলো হারিয়ে যায়। কাছের মানুষদের সাথে দূরত্বের সৃষ্টি হয়। হয়তো পাহাড় সমান অভিমান সম্পর্ক গুলোকে একেবারে তিলে তিলে শেষ করে দেয়।
অভিমান কখনো জমিয়ে রাখতে নেই। কারণ পাহাড় সমান অভিমান বুকে বহন করা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি কষ্টের। যেই অভিমানের বোঝা বহন করা এতটা কষ্টের সেই অভিমান বুকে পুসে রাখতে নেই। অভিমানগুলোকে উড়িয়ে দিতে হয়। সম্পর্ক গুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হয়। না হলে আমরা বেঁচে থাকার অবলম্বন হারিয়ে ফেলি। ভালো থাকার ইচ্ছে গুলো হারিয়ে ফেলি। আর পাহাড় সমান অভিমান নিয়ে কখনো ভালো থাকা যায় না।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1956726482019230079?t=MH1XXubve51v16n_W4Vfcg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1956722126226178450?t=K1UX48LFtNREZS3WfYq4OQ&s=19
https://x.com/Monira93732137/status/1956721700701409448?t=qRslCoHoCm4ypciDkCr-fg&s=19
https://x.com/Monira93732137/status/1956722435300139311?t=8_w5EyKckEnd2QPHpdR7Gg&s=19
https://x.com/Monira93732137/status/1956722858111226322?t=E3MOlHI3hWBfX9verqJ_iQ&s=19