বৈচিত্রময় কাঠগোলাপ ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় কাঠগোলাপ ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000075217.jpg

IMG20241023143704.jpg

ফুল বা, পুষ্প গাছের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যায় না। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ফুল দেখে থাকি। ফুলের সৌরভ এবং সৌন্দর্য উপভোগ করি। আসলে এই পৃথিবীতে কত রকমের ফুল আছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। আমরা প্রতি নিয়ত বৈচিত্র্যময় বিভিন্ন রংবেরঙের ফুলের সৌন্দর্য উপভোগ করে হৃদয়ে প্রশান্তি নিয়ে আসি। কিছু কিছু ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কিছু ফুল আমরা খুব ভালোবাসি সেসব ফুল বেশ যত্নে টবে বা, ফুল বাগিচায় চাষ করে থাকি। ‌

IMG20241023143242.jpg

IMG20240925115916.jpg

আবার কিছু ফুল প্রাকৃতিক ভাবে জন্মে থাকে পথে ঘাটে বনে জঙ্গলে। আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতিক। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফুলের পাপড়ির নান্দনিক সৌন্দর্য সবার মন ছুয়ে দেয়। ফুল প্রেমিকদের কাছে ফুল দেখলে কেমন যেন মনের মাঝে অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে। ফুল দেখলে হৃদয়ের প্রশান্তি চলে আসে। আজ আমি আপনাদের মাঝে কিছু বৈচিত্র্যময় কাঠগোলাপ ফুল সম্পর্কে বলতে চাই।

IMG20241023142412.jpg

IMG20241023142425.jpg

কাঠগোলাপ ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। গ্রাম অঞ্চলে অনেকেই এই ফুলকে গোলকচাঁপা ফুল বলে থাকে। আমাদের দেশে কাঠগোলাপ ফুল সর্বত্র দেখতে পাওয়া যায়। ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। কাঠগোলাপ ফুল দেখতে খুবই সুন্দর লাগে। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ মনে হয়। কাঠগোলাপ ফুল বর্ষাকালে বেশি ফুট থাকে। এই ফুল গুলো অনেক জাতের রয়েছে। কাঠগোলাপ ফুল পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য হয়ে থাকে।

IMG20241023143434.jpg

IMG20241023143438.jpg

কাঠগোলাপ ফুল দুধের মতো সাদা হয়ে থাকে। কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি এবং খয়রি রঙের হয়ে থাকে। কাঠগোলাপ ফুল আমাদের দেশে সর্বোত্র দেখতে পাওয়া যায়। বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাঠগোলাপ ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। কাঠগোলাপ হচ্ছে সুগন্ধি ফুল। কাঠগোলাপ ফুলের গাছ ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাঠ গোলাপের অনেক ব্যবহার রয়েছে। বিশেষ করে কাঠগোলাপ ফুলের বিভিন্ন অংশ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

IMG20240925115848.jpg

কাঠগোলাপ এর ছাল, পাতা এবং ফুল বিভিন্ন চর্মরোগ, জ্বর, এবং হজমের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। কাঠগোলাপ ফুল দিয়ে পারফিউম তৈরি করা হয়ে থাকে। বৈচিত্রময় কাঠগোলাপ ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। কাঠগোলাপ ফুল আমার খুব পছন্দের। সাদা মাঝে হালকা হলুদ রঙের কাঠগোলাপ ফুল দেখতে খুব ভালো লাগে। তাছাড়া খয়েরী রঙের কাঠগোলাপ ফুলের সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 months ago 

ফুলের ফটোগ্রাফি সবাইকে মুগ্ধ করে।কাঠ গোলাপ ফুল আমার খুব পছন্দের। আপনার কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago (edited)

জি আপু, কাঠগোলাপ ফুলের সৌন্দর্য খুবই দারুণ । ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

দারুণ দারুণ বেশ কয়েক প্রকারের কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। এতো গুলো ভিন্ন ভিন্ন কালারের কাঠগোলাপের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে।দারুণ বানিয়েছেন ফটোগ্রাফি গুলো। ধাপে ধাপে সব গুলো কাঠগোলাপ ফুলের ভিডিওগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য। এরকম সুন্দর ফটোগ্রাফি আশা করি সব সময় শেয়ার করবেন।

 3 months ago 

কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন।

 3 months ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110837.40
ETH 4409.16
SBD 0.83