বৈচিত্রময় গোলাপ ফুলের সৌন্দর্য।

in #writing3 hours ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় গোলাপ ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000092367.jpg

আমরা প্রতিনিয়ত দেখে থাকি। ফুলের সৌরভ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। ফুলকে সবাই ভালোবাসে। ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায় এবং ফুলের মন মাতানো সৌরভ হৃদয়কে প্রফুল্ল রাখে। গোলাপ ফুল পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। গোলাপ হচ্ছে রোজেই পরিবারের বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপে কয়েকশো প্রজাতির মধ্যে কয়েক হাজার জাতের রয়েছে। গোলাপ সব রঙ্গের দেখতে পাওয়া যায়। গোলাপ ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে এই ফটো সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়।

IMG20250116133538.jpg

IMG20250118093214.jpg

গোলাপ আমাদের সকলের খুবই পরিচিত ফুল। গোলাপ সারা পৃথিবীতে পাওয়া যায়। গোলাপের কয়েকশ প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে‌। গোলাপ গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য বেশ অসাধারণ। পৃথিবীতে যে কয়েকটি ফুল সবাই নিকট বেশ জনপ্রিয় এবং গ্রহণযোগ্য গোলাপ তার মধ্যে অন্যতম। গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য বেশ দারুণ। গোলাপের জনপ্রিয়তা সবার চেয়ে উপরে। গোলাপের ডাল পালায় তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ ফুল অনেক রঙে দেখা যায়। এই ফুলগুলো অনেক রঙে দেখা যায় ফুলগুলো সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে থাকে।

IMG20250118093045.jpg

IMG20250116134022.jpg

সাধারণত লাল, সাদা, কালো, হলুদ, গোলাপি, বেগুনি, খয়রি এবং একাধিক মিক্স রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বশির সময় গোলাপ ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। গোলাপের কুঁড়ির বাহ্যিক দৃশ্য দেখতে খুবই দারুণ। আমাদের দেশে গোলাপ বাণিজ্যিক ভাবে ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গোলাপের চাহিদা ব্যাপক। যে কোন অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি জন্য গোলাপ ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া পরস্পরের মাঝে ভালোবাসা এবং আন্তরিকতা প্রদানের জন্য গোলাপ আদান প্রদান করা হয়। আমাদের দেশে সর্বাত্মক গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপ ফুলের সৌন্দর্যতার জন্য এর জনপ্রিয়তা সবার নিকট ব্যাপক।

IMG20241023141821.jpg

IMG20241023141742.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.034
BTC 101096.07
ETH 3365.74
USDT 1.00
SBD 0.52