বলিউডের ছবিতেও ডাক পেয়েছিলেন তাপস, নায়িকা মাধুরী

in #writer2 years ago

১৯৮৪ সালে মুক্তি পায় তাপস-মাধুরী অভিনীত ছবি ‘অবোধ’। ছবিতে মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস পাল।
সাবলীল অভিনয়ের সুবাদে বলিউডেও ডাক পেয়েছিলেন তাপস পাল। সেই ছবিতে তাঁর নায়িকা ছিলেন নবাগতা মাধুরী দীক্ষিত। ‘অবোধ’ মাধুরীরও প্রথম হিন্দি ছবি ছিল

১৯৮৪ সালে মুক্তি পায় তাপস-মাধুরী অভিনীত ছবি ‘অবোধ’। ছবিতে মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস পাল। আগাগোড়া সরলসিধে চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।
তবে বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি ‘অবোধ’। এই ছবির দৌলতে লাভের মুখ দেখেনি নির্মাতা রাজশ্রী প্রোডাকশন।
আশ্চর্যের বিষয়, ফ্লপ ছবি হলেও অবোধে-এর পরে ক্রমাগত উত্তরণ ঘটে মাধুরী দীক্ষিতের। ক্রমে তিনি বলিউডের এক সম্বর নায়িকার সিংহাসন লাভ করেন।অন্য দিকে, হিন্দি ছবির জগতে বিশেষ আগ্রহ দেখা যায়নি তাপসকে নিয়ে। এর ফলে বলিউডের প্রতি আগ্রহ কমে যায় তাপস পালেরও। তবে তাঁর অভিনয় জীবনে অন্যতম মনোগ্রাহী ছবি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ‘অবোধ’।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 111173.74
ETH 3990.46
USDT 1.00
SBD 0.66