ভ্রমণ করার সময় কিছু সতর্কতা

in #writer6 years ago (edited)

ভ্রমণ করার সময় কিছু সতর্কতা 

image source

ভ্রমন করার সময় কিছু সতর্কতা মেনে চলা উচিদ । কারন সামান্য ভুল কারনে হারিয়ে যেতে পারে আপনার প্রান । প্রত্যেক দিন আমাদের সামনে এমন অনেক দুর্ঘটনা ঘটছে । যা সামান্য ভুলের কারনে । আমরা যদি সামান্য সচেতন হয় এই দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারি । এই বিষয় আমি কিছু কথা বলব । 

অপরিচিত কারও খাবার খাবেন না 

অনেক সময় দেখা যাই মানুষকে খাবার খাইয়ে তার অজ্ঞান করে টাকা পইসা যা থাকে সব কিছু নিয়া নেই । আর যারা এই কাজের সাথে জড়িত তারা ভ্রমণের সময় আপনার পাসের ছিটে থাকতে পারে । নানান ভাবে আপনার সাথে কথা বলবে এবং পরিচিত হওয়ার চেষ্টা করবে । আপনি যদি তাদের খাবার খান আল্প সময়ের ভিতরে আপনার ঘুম চলে আসতে পারে। 

রাস্তা পার হবার সময় ভাল করে দেখে নিন 

অনেক সময় অনেকে রাস্তা পার হবার সময় ভাল করে না দেখে রাস্তা পার হয় । ভাল করে না দেখে রাস্তাপারাপার করতে গেলে আপনি  দুর্ঘটনার শিকার হতে পারেন । এমন বাস্ত শহর অনেক আছে । আপনি যদি চোখ কান খুলা না রেখে চলেন তাহলে দুর্ঘটনাই পড়ে যাবেন ।  

Sort:  

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63768.57
ETH 2478.16
USDT 1.00
SBD 2.54