নারীদের কে সম্মান করতে শিখুন

in #writer6 years ago

বর্তমানে বাংলাদেশে নারীরা খুবই অবহেলিত কারন এরা কিছু কিছু বখাটে পলাদের কাছে খুবই লজ্জা জনক কথা সুনে আসতেছে। রাস্তাই নারীদের কে একা পাইলে তার উপর লাফাইয়া পড়ছে। এই নারীরা মা জাতি। নারীদের কে সর্বদা সম্মান দেওয়া উছিদ। 

আমাদের দেশেই নই অন্ন দেশের খবর ও শোনা যাই । আজ ৪ বখাটে ছেলে একটি নারিকে ধর্ষণ করেছে। এটি খুবই অবমাননা একটি বেপার। আমাদের দেশে সলগান ওঠে মাজে মাজে । নারীরা সম্মান পাই না। কিন্তু কইদিন পর আবের সবাই যার যার মত সবাই বাস্ত। এটা দেশের  আইন  যদি ঠিক করতে না পারে সধারন জন্য গন থক করতে পারবে না। এটি নিজের কাছে। তবুও অন্নদেশ থেকে আমাদের দেশ এই নারীদের কে অন্রক ও সম্মান করি ।এমন কোন দিন নাই যে সেইদিন ধর্ষণের খবর শনা যাই না। যারা এর সাথে জড়িত তাদেরকে বিশেষ করে প্রছন্দ সাস্তি দেওয়া উছিদ। এটি সুধু আমার কথা নই। বাংলাদেশের সকল নারির একই কথা। আজ নারীরা বাসে ও উটতে পারে না ।বিভিন্ন লজ্জা জনক জাইগাই হাত দেই। এই সব জাইগাই নারীরা কিছু বলতেপারে না। কারন নিজের সম্মান এর মান হানির হতে পারে। কিন্তু এই কাজ যারা করে তারা কি পাই একটু মজা পাওইয়া কি লাভ। 

আমার কথা গুলো মানে চলবেন।

আমার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ।আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভাল এবং সুস্ত থাকবেন। 
Sort:  

আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু উপলব্ধ করেছে আপনি যে কথা বলছেন এটি আসলে আমাদের পক্ষে বলা সত্যিই অসম্ভব কারণ এই ধরনের কর্মকান্ড যারা করে তাদের আসলে মানুষ নয় মানুষের থেকেও খারাপ এখন প্রতিনিয়ত এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত সবার এ ধরনের ঘটনা ঘটছে আমাদের এই ধরনের ঘটনা থেকে প্রত্যেক দূরে থাকা উচিত এবং আমাদের প্রত্যেকের উচিত নারীজাতিকে সম্মান জানানো আপনার এই পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো এবং অন্যকে এধরনের পোষ্ট করার জন্য আমি অনুরোধ করবো আপনিও এ ধরনের পোষ্ট নিয়ে এগিয়ে যান

অনেক ভাল কথা কলেছেন ভাই @alemrantorun

Tnx Bro.go ahead now @mrsadman

This post has received a 18.72 % upvote from @booster thanks to: @mrsadman.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69032.73
ETH 3765.99
USDT 1.00
SBD 3.53