ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক

in #worldwidelast year

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ০৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস -
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম মোঃ সায়মা আক্তার । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের জামালপুর শহরে বসবাসরত । প্রফেশন - স্কুল শিক্ষিকা। বিবাহিতা, দু'টি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । শখ : লেখালেখি করা, স্কুল জীবন থেকেই কবিতা, প্রবন্ধ লেখায় হাতেখড়ি । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের আগস্ট মাসে - মোট ১ বছর ১১ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।

স্বরচিত কবিতা ||| তুমি এসেছিলে।
আমি আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি।বর্ষার সময় বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন। তাইতো সেই বৃষ্টির মুহূর্তে…

কবিতা আমি ভালোবাসি । আর সায়মা ম্যাডামের কবিতা তো অসম্ভব ভালো হয় । বিভিন্ন হ্যাংআউটে ওনার কণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি শুনেছি । অদ্ভুত সুন্দর হয় ওনার প্রতিটা কবিতা । একদম প্রফেশনাল লেখকদের মতোই ভালো ওনার প্রত্যেকটা কবিতা । তাই ওনার লেখা নির্বাচন করতে গিয়ে অনেকগুলি পোস্টের মধ্যে সবার আগে মন কাড়লো ওনার দু'টি লেখা । কবিতা । তার একটি এই তুমি এসেছিলে কবিতাটি । প্রেমের কবিতা । বৃষ্টিমুখর দিনে প্রেমিকের সাথে কাটানো পুরোনো দিনের স্মৃতিচারণমূলক কবিতা এটি । কল্পিত লেখা, কিন্তু পড়ে মনে হয় কী বাস্তব !

আমার দুটি চোখের দৃষ্টিতে
অপরূপ মায়ার সৃষ্টিতে
আছো তুমি মনের মাঝেতে
ঝরো ঝরো শ্রাবণে
কি যেন কথা হয়েছিল দুজনের
মনে কি পড়ে?

কবিতার শুরুতেই এই পংক্তিগুলো সব মনোযোগ কেন্দ্রীভূত করে কবিতার লাইনে । সবার জীবনের সাথে মিলে যায় কবিতাটি । ভালোবাসার মানুষটির সাথে পরিচয় মুহূর্ত থেকে তাকে আপন করে নেওয়ার সুখস্মৃতি কবিতার প্রতিটা লাইনে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে -

তুমি আসবে না বলে এসেছিলে
আমার একটি কথা রেখেছিলে
বর্ষার প্লাবনে কদমগুচ্ছ নিয়ে
আমার খোপায় পরাবে বলে
আকাশের ঐ নীল থেকে
নীল রঙের টিপ কপালে দিবে বলে
তুমি এসেছিলে
আমার কথাটি রাখবে বলে।

ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে

রেসিপি |||| লেবু পাতার স্বাদে লিচু আম মাখা।.
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা জানিনা আপনারা কেমন আছেন তবে বর্তমান যে সময় প্রত্যেকটি ঘরে ঘরে অসুস্থতার বন্যা বয়ে যাচ্ছে।…

লিচু আম ! হ্যাঁ, ঠিকই শুনেছেন । এই নামটি দেওয়া সায়মা ম্যাডামের । ওনাদের বাড়ির একটা আম গাছে লিচুর সাইজের আম হয়, সেই থেকেই এই নামকরণ । এই রেসিপিটি একদমই ইউনিক । ইতিপূর্বে আমি কখনো শুনিনি লেবু পাতা, শুকনো মরিচ, নুন, সরিষার তেল দিয়ে পাকা আম মাখা রেসিপির কথা । খুবই ভালো লাগলো তাই এই ইউনিক রেসিপিটি পেয়ে । রেসিপির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর ছবিসহ নাম এবং প্রতিটা স্টেপ এর ঝরঝরে বর্ণনার সাথে ঝকঝকে ফোটোগ্রাফি শেয়ার করেছেন তিনি । তাই এই রেসিপি আর্টিকেলটি আমার কাছে জাস্ট অপূর্ব হয়েছে ।

ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়ে

DIY ||| এসো নিজে করি ||| প্রাকৃতিক ভাবে আলুর রসে সাবান।..
সামনে আসতে চলেছে আমাদের ঈদের খুশি । এই খুশির দিনে আমরা একজন আরেকজনের সাথে সকল আনন্দ খুশি ভাগ করে নেই এবং যত দুঃখ সেদিনে…

এটি একটি DIY প্রজেক্টের পোস্ট । ছোটবেলায় ক্লাস নাইনে থাকতে একবার সাবানের কুচি, কস্টিক সোডা, নারিকেল তেল আর নুন দিয়ে সাবান তৈরী করেছিলাম । কেমিস্ট্রি পড়ে এই এক্সপেরিমেন্ট করেছিলাম নিজে নিজে । খুবই মজা পেয়েছিলাম । বহুদিন পরে তাই সায়মা ম্যাডাম এর এই সাবান তৈরির DIY প্রজেক্টটি দেখে খুবই ভালো লাগলো । এই DIY প্রজেক্টে উনি দেখিয়েছেন কি ভাবে গোল আলুর রসে কেমিক্যাল বিহীন প্রাকৃতিক উপায়ে সাবান প্রস্তুত করা যায় । প্রজেক্টটি যে শুধুমাত্র মজার তাই নয়, ইনফরমেটিভও । প্রজেক্টের শুরুতেই উনি উপাদানসমূহের নাম ও ফোটোগ্রাফ শেয়ার করেছেন । এই উপাদানের মধ্যে গোল আলুর পাশাপাশি এলোভেরাও রয়েছে দেখলুম । আপনারা জানেন এলোভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী । এলোভেরার বাংলা নাম ঘৃতকুমারী । এটি একটি আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ । সায়মা ম্যাডাম আলুর রস দিয়ে কিভাবে সাবান প্রস্তুত করা যায় তার খুঁটিনাটি বর্ণনা ঝকঝকে ফোটোগ্রাফি সহ পোস্টে প্রকাশ করেছেন ।

ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে

sc-04.png

স্বরচিত কবিতা |||| ঈদের খুশি।..
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা যে যেখানেই আছেন যেভাবে আছেন সকলকেই জানাই ঈদ মোবারক । ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ …

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ । ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সায়মা ম্যাডাম এই বিশেষ ঈদের কবিতা লিখেছেন - "ঈদের খুশি" । ঈদ যেহেতু সবার জীবনে খুশি বয়ে আনে তাই ঈদের দিনে অন্তত ধনী গরীবের কোনো ভেদাভেদ থাকা উচিত নয় । সবাইকে এক কাতারে ফেলা উচিত । ঈদ সবার জন্য, ধনীর জন্য যেমন, গরিবের জন্যও তেমন ।

পাড়া পড়শী গরিব দুঃখীর খবর নিতে চাই
কেমন যাবে তাদের ঈদ জিজ্ঞাসা করি তাই
আছে কি তাদের সেমাই চিনি
আছে কি তাদের খাবার
আছে কি তাদের নতুন জামা
ঈদের খুশিতে আমার ঘরে তাদের
নেইকো যাওয়ার মানা।

ম্যাডাম এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন যে, গরীবের ঘরেও যাতে উৎসাহ ও উদ্দীপনার সাথে ঈদ উদযাপিত হতে পারে সেদিকে সমাজের ধনী ব্যক্তিদের নজর দেওয়া উচিত । তবেই হবে সার্থক ঈদ ।

বছর ঘুরে আসে বলে
ঈদের আনন্দ পাই খুজে
সবাই মিলে করি ঈদ
দুই হাত তুলে মনে পাই শান্তি
সকল দুঃখ ভুলে গিয়ে।

ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে

sc-05.png

রেসিপি পোস্ট |||| ঝাল ঝাল শিং মাছের ভুনা।.
আমি আজ আপনাদের মাঝে রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।সব সময় একই রকম মাছ খেতে ভালো লাগে না একটু যদি খাবারে চেঞ্জ আসে…

মাছ আমার অত্যন্ত প্রিয় । আর শিং মাছ হলে তো কথাই নেই কোনো । শিং মাছ আমি কিনি মাঝে মাঝে । দেশি শিং মাছ এখন অত্যন্ত রেয়ার একটি মাছে দাঁড়িয়েছে । এক কিলো দেশি শিং এখন হাজার-বারোশো টাকা দাম । অবশ্য শিঙি মাছ সাইজে খুবই ছোট হয়, তাই এক কিলো শিঙি কিনলে অন্ততঃ গোটা কুড়ি শিঙি পাওয়া যায় । আমার কাছে কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোল সব চাইতে বেশি ভালো লাগে । তবে, আলু-বেগুন দিয়ে বা কাঁচকলা দিয়েও শিঙি মাছ দুর্দান্ত স্বাদের হয় । আজকে অবশ্য আমাদের সায়মা ম্যাডাম শিঙি মাছের ঝাল ঝাল ভুনার রেসিপি শেয়ার করেছেন । মাগুর মাছের ঝাল ভুনা খেয়েছি আমি । দারুন লাগে । কিন্তু, শিঙি মাছের ঝাল ভুনা কখনো খাওয়া হয়নি । আজকের রেসিপিটা দেখে অবশ্য বেশ লোভে পড়ে গেলুম । ভাবছি এরপরে যখন শিঙি কিনবো তখন সায়মা ম্যাডাম এর ঠিক এই রেসিপিটাই ফলো করবো । রান্নার প্রত্যেকটা স্টেপ অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন উনি । আর সেই সাথে প্রতিটা স্টেপ এর ফোটোগ্রাফিও শেয়ার করেছেন । ফলশ্রুতিতে যে কেউই শিঙি মাছের দুর্দান্ত এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন ।

------- ধন্যবাদ -------

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62