রবিবারের আড্ডা -১৫" এর বিশেষ পুরস্কার প্রদান সম্পন্ন

in #worldlast year

Uploading image #1...

গত রবিবার (০২ এপ্রিল ) ছুটির এক সন্ধ্যায় যথারীতি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে আটটায় "আমার বাংলা ব্লগের" একটি বিশেষ সাপ্তাহিক আয়োজন রবিবারের আড্ডা-তে আমি যথারীতি হাজির ছিলাম । দিন দিন এই অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে । তাই আমিও এখন প্রতি রোববারেই হাজির হয়ে যাই যথাসময়ে । এদিনের আড্ডায় অতিথি ছিল আমারই সহোদর । তাই একটা বাড়তি আকর্ষণ তো ছিলই । আমার অনুজ @blacks এর ইন্টারভিউ নিয়েছিলেন আমাদের কমিউনিটির অ্যাডমিন হাফিজ ভাই (@hafizullah) ।

সেদিন বেশ এনজয় করেছিলাম এই শোটি । প্রত্যেক স্টেজ শো তে সেদিনকার যিনি বিশেষ অতিথি থাকেন তাঁকে প্রথম পর্বে পাঁচটি দীর্ঘ প্রশ্ন করা হয়ে থাকে । এরপরে দ্বিতীয় পর্বে অডিয়েন্স এর তরফ থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন থাকে । এই পর্বে প্রশ্নকারীদের মধ্যে থেকে সেরা পাঁচজনকে বাছাই করে পুরস্কার প্রদান করা হয়ে থাকে ।

এরপরে আরম্ভ হয়ে থাকে তৃতীয় পর্ব । এই পর্ব শুরু হয় বিশেষ অতিথির পছন্দের একটি গান প্লে করে এবং শেষ হয় ঝটপট মিনিমাম পাঁচটি প্রশ্নের মাধ্যমে । তবে পাঁচের অধিক প্রশ্নই করা হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে । খুব শর্ট টাইপের প্রশ্ন করা হয়ে থাকে যেগুলোর উত্তর এক কথায় হবে । এবং সর্বশেষে চতুর্থ পর্বে আমার বাংলা ব্লগ সম্পর্কে কিছু সাজেশন বা প্রপোজাল থাকলে সেগুলো সম্পর্কে বিশেষ অতিথির সাথে আলোচনা করা হয় ।
Uploading image #1...

চতুর্থ পর্বের পরে আরো কিছু পছন্দের গান প্লে করার মাধ্যমে শেষ হয় "রবিবারের আড্ডা" ।

এই বিশেষ স্টেজ শো "রবিবারের আড্ডা -১৫তম পর্ব"-এ সকল অডিয়েন্সদের (মোট ৫৮ জন) শো তে অংশগ্রহণের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল ।

শো তে উপস্থিত সকল অডিয়েন্সদের প্রত্যেককে পুরস্কার
মোট অডিয়েন্স : ৫৮ জন
মোট পুরস্কার : ৫৮০ স্টিম
পুরস্কার : প্রত্যেককে ১০ স্টিম করে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58239.61
ETH 2287.71
USDT 1.00
SBD 2.50