কথা- নিজ মনোকথা
আমার মনে হয় সবারই কথার প্রতি যত্নশীল হওয়া উচিত।।
কথা দিয়ে যেমন মন ভাল করা যাই আবার কাঁদানো যায় সে বুঝে বলেন আর না বুঝে বলেন।। আপনি কম শিক্ষিত হন,যোগ্যতা কম হোক এগুলোর থেকে বেশি প্রয়োজন মার্জিত ব্যবহার অপর মানুষের সাথে আপনার কথা বলার ধরন।কিন্তু আমরা এমন এক জাতি তারা ভাবি যে একটা কটু কথা বলে দিলাম বাস জিতে গেলাম।কিন্তু একবার আমরা চিন্তা করিনা যে যাকে খারাপ কথা বললাম তার কতটা কষ্ট হল।
এবার তার ভদ্রতার খাতিরে সে চুপ করে থাকল বা এরিয়ে গেল।
কিছু লোক আছে তাদের একবার বলে শান্তি লাগে না তাই আপনি আবার কি করলেন সেই কচা মারা কথা বললেন।।একবার ভাবেন আপনাকে যদি এমন করে কেও বলত কেমন লাগতো তখন। তাই কাওকে খারাপ কথা বা মনে কষ্ট পাওয়ার মতো কথা বলার আগে একবার নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখবেন আপনি থাকলে কি করতেন কেমন ফিল করতেন।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | কক্সবাজার, বাংলাদেশ |
এই কাজটা যেদিন থেকে করতে পারবেন মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন, সেদিন থেকে দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন এবং ওই দিকের মানুষ যে ভালো আছে সেটা দেখেও আপনার ভালো লাগবে সম্পর্কগুলো ভালো থাকবে।