শীতের সকাল

in #winter6 years ago

শীতের সকাল আমাদের বাংলাদেশে ছয় ঋতুর দেশ। তার মধ্যে অন্যতম হলো শীতকাল এই শীতকালে অনেক মানুষ কষ্টে জীবন যাপন করে। শীতকালে আমাদের দেশে অনেক রকমের পিঠা পুলি পাওয়া যায়।আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ আছে যাদের শীতের কোন বস্ত্র নাই তখন তারা শীতে অনেক কষ্ট করে। অনেক সময় দেখা যায় এই শীতের সময় সকালে রোদের দেখা মেলে না তখন সারাদিন শীতের জামা কাপড় গায়ে দিয়ে রাখতে হয়।গ্রামের মানুষগণ এই শীতের সময় অনেক কষ্ট করে নানা কাজ কম করে রোদ না হলে ঠান্ডা পানিতে কাজ করতে হলে অনেক কষ্টের মধ্যে পতিত হয়।আমাদের দেশের অনেক হতদরিদ্র মানুষগণ শীতের কাপড় চোপড় বাদে জীবন যাপন করে এই অনেক সময় দেখা আমাদের দেশের সরকার এই অসহায় মানুষের মাঝে শীতের বস্ত্র বিতারণ করে। এতে করে অনেক মানুষের সুবিধা হয় তারা একটা নিদিষ্ট জায়গাই বসবাস করতে পারে। আবার দেখা যায় যে এই শীতের সকালে রোদে দাড়িয়ে থাকতে অনেক মজা লাগে এই রোদে ভিটামিন ডি রয়েছে। এই জন্য আমরা অনেক সময় ধরে রোদে বসে থাকি আবার দেখা যায় আকাশ মেঘলা হলে এই রোদের অভাবে অনেক সময় সারাদিন আমরা শীতের জামা কাপড় গায়ে দিয়ে রাখি। এই শীতকালে আমাদের দেশে নানা ধরনের শাক সবজি হয়ে থাকে এতে করে আমাদের দেশে অনেক উন্নত হয়। আবার অনেক সময় দেখা যায় সারাদিন কুয়াশাচ্ছন্ন অবস্হায় থাকে। এই শীতের সকালে অনেকের দেখা যায় যে ঘুম থেকে ওঠে অনেক দেরি করে।আবার গ্রামের মানুষগণ শীতের সকালে নানা কাজের মাঝে ব্যস্ত রাখে অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততার মাঝে কখন যেন দিন শেষ হয়ে যায়। শীতের সকালে রোদটা অনেক মিষ্টি লাগে আমরা এই জন্য দীঘ সময় ধরে রোদে বসে থাকি। আমাদের দেশের অনেক মানুষ আছে যাদের থাকার জন্য একটা নিদিষ্ট কোন স্থান নাই তারা এই শীতে অনেক কষ্ট করে জীবন যাপন করে। এদেরকে আমাদের দেশের বৃত্তমান মানুষগণ নানা ধরনের সাহায্য করে থাকে। তাদেরকে টাকা দিয়ে না হলে শীতের বস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করে। শীতের সময় দেখা যায় আমাদের অনেকে বিভিন্ন রোগের মধ্যে পতিত হয়ে পড়ে প্রায় সব সময় মানুষগণ ঠান্ডা জ্বরের মধ্যে পড়ে। বিশেষ করে বাচ্চাদের খুব ঠান্ডা লেগে থাকে তাদেরকে খুব সাবধানতার সাথে নিয়ে বেড়াতে হয়।এই শীতকালে আমরা অনেক কিছু পেয়ে থাকি শীতের মধ্যে নানা ধরনের জামা কাপড় গায়ে পরিধাণ করে থাকি আমরা শীতকে পরিহার করার জন্য। শীতের রোদের মধ্যে নানা ধরনের মজা পাওয়া যায় এই জন্য আমরা প্রায় সব সময় রোদে অবস্থান করে থাকি।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.24
JST 0.039
BTC 93219.72
ETH 3290.39
USDT 1.00
SBD 11.10