শীত এলো রে

in #winterlast year

হেমন্ত গেলো শীত এলো

শীত পৌষ ও মাঘে,

মাঘের শীতে বাঘ নাকি

বন ছেড়ে ভাগে।

শীতের গায়ে চাদর দিলে

লাগে ভীষণ উম,

শীতের জামা গায়ে রেখে

দেই রাতের ঘুম।

ঘরে ঘরে তৈরি করে

নানান স্বাদের পিঠা

খেজুর গুড়ের সন্দেশ

খেতে দারুন মজা।

শীত এলো শীত এলো

শীতের জামা কিনতে চাই সবাই

অসহায় অনেক আছে

কেনার সাধ্য নাই।

অসহায়কে দাও শীতবস্ত্র

যারা বিওবান,

সবিনয়ে সবার কাছে

করছি আহবান।।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 82512.79
ETH 1767.37
USDT 1.00
SBD 0.99