ঋণের টাকায় ফ্ল্যাট-বাড়ি: সম্পদ নাকি দায় বাড়ানো

in #wherein2 years ago

ঋণ করাকে কখনো উৎসাহিত করা হয়নি কোনো সমাজে, পশ্চিমা বিশ্ব ছাড়া। কোন অর্থনীতির সামগ্রিক ব্যয় কত হবে তা নির্ধারিত হয় সামগ্রিক আয় ও ঋণ প্রবাহের মাধ্যমে। ধরুন, আপনার আয় ৫০ হাজার টাকা, আর ঋণ নেওয়ার সুযোগ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে আপনি ১ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। আপনার ৩ লাখ টাকার ঋণসীমাসহ একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি পুরো ঋণের টাকাটাই খরচ করতে পারছেন, সঙ্গে আপনার আয় তো রয়েছেই। ঋণ যদি আপনার জন্য খারাপও হয়, তবু সেটা আপনার ভোগ নিশ্চিত করে; যদিও পরে সুদসহ পরিশোধ করতে হয়।

আমরা জানি, ঋণগ্রস্ত মানুষ খুব অশান্তিতে দিন কাটায়। কথায় বলে, ঋণমুক্ত মানুষেরা সুখী মানুষ। কথাটি অমূলক নয়। যারা ঋণের জালে একবার আবদ্ধ হয়ে মুক্ত হতে পারেন, তারা যেন হাঁফ ছেড়ে বাঁচেন। তবে ঋণ যেমন মানুষকে ভগ্নপ্রায় করে তোলে, সর্বস্বান্ত করে দেয়; ঠিক তেমনি আবার উপকার করতেও পারে।
Uploading image #1...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60612.92
ETH 2607.99
USDT 1.00
SBD 2.65