তরমুজ নিয়া কিছু তথ্য

in #watermelon6 years ago

তরমুজ  একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল । এটি বাংলাদেশে খুব জনপ্রিয় । এটি বাংলাদেশের মানুসের খুবই প্রিয় ফল। এই ফল বাংলাদেশের সব জেলাতেই পাওয়া যাই। এই ফলে ৬% চিনি এবং ৯২% পানি থাকে । 

image source

গুনাগুণঃ

এই ফলের কিছু গুনাগুন আসে। 

  1. এই ফলে পচুর পরিমাণে  ক্যারোটিনয়েড আছে, যা চোখের জন্য উপকারী ।
  2.  হৃদরোগীদের জন্য এটি খুবই ভাল কাজ করে থাকে।
  3.  টাইফয়েড রোগীর জন্য এই তরমুজের ফলের রস বেশ উপকারিতে আসে।
  4. তরমুজে পচুর পরিমাণে পটাসিয়াম আসে যা উচ্ছরক্ত চাপ কমাই।


image source

বৈশিষ্টঃ

তরমুজ গাছ একটি লতা বিহিন গাছ। এই গাছের ফল দেখতে ফুটবল এর মত । ৫-১০ পজন্থ হতে পারে একটি তরমুজ। তরমুজের গায়ে ডোরাকাটা দাগ থাকে। ফুল হওয়া থেকে শুরু করে ফল পাকা পজন্থ ৪-৬ মাস লেগে যাই। একটি পাকা তরমুজের ভিতরের রং লাল হইয়া থাকে। 

ব্যবহারঃ

তরমুজ অনেক কাজেই ব্যবহার হচ্ছে। যেমনঃ তরমুজ দিয়া জুস ,চকলেট, বিস্কিট,  ইত্যাদি কাজে ব্যবহার করা হচ্ছে। তবে  গরমের সময়ই তরমুজ সবাই খাইতে পছন্দ করে। 

পুষ্টি গুনাগুনঃ

তরমুজে পচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যাই। এবং তরমুজে ৯২% পানি থাকাই শরীর অনেক ঠাণ্ডা রাখে। একটি তরমুজে পটাশিয়াম থাকে । যা শরীরের জন্য বেশ উপকারী। নিয়মিত তরমুজ খাইলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাই। 

আমাদের দেশে  তরমুজ অনেক কম  টাকাই  পাওয়া যাই । এজন্য নিয়মিত তরমুজ খাওয়া প্রয়োজন। আর তরমুজের সময় চলছে এখন। আমরা নিয়মিত তজমুজ খাওয়া শুরু করি। এবং শরীরের যত্ন করি। 
আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্ত থাকবেন এবং ভাল ভাল পোস্ট করবেন। আবার ও সবাইকে অনেক ধন্যবাদ। 
Sort:  

এই ফল গরমের দিনে খাও আমাদের শরীরের পক্ষে খুবই উপকার
তবে আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম এটি খেলে আরও কি কি উপকার হয়
এই তরমুজ বিষয়ে পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

onek onek dhonnobad

This post has received a 19.14 % upvote from @booster thanks to: @smsadman.

This post, with over $50.00 in bidbot payouts, has received votes from the following:

booster payout in the amount of $35 USD.
buildawhale payout in the amount of $23 USD.
upme payout in the amount of $6 USD.

For a total calculated bidbot upvote value in the amount of $64 USD.

This information is being presented in the interest of transparency on our platform @smsadman and is by no means a judgement of your work.

Hey, just wanted to let you know I gave you an upvote because I appreciate your content! =D See you around

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00