গ্রামের বাড়ি

in #village7 years ago

আমি এবার গ্রামের বাড়িতে যাইনি, গ্রামে যারা আছে দাদা দাদু সবাইকে খুব মিস করছি. আসলে পরাশুনার চাপে এত ব্যস্ত যে এবার আর যাওয়ার সময় হয়নি। ঈদের পরেই ফাইনাল এক্সাম এখন যদি পড়াশুনা না করে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যেতাম তাহলি নিশ্চয়ই পড়াশোনার খুব খারাপ অবস্থা হতো। যা পড়তাম সবই ভুলে যেতাম তাই এবার সবকিছু বিবেচনা করে গ্রামের বাড়ি যায়নি।

তবে ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে টানা এক মাস বন্ধ পাবো ভাবছি সেই সময়ে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো। ঢাকায় যদিও আমি মেসে থাকি কিন্তু শহরের এই কোলাহল আমার ভালো লাগেনা। প্রচুর জাম লোডশেডিং, গ্রামে যে লোডশেডিং নেই তা কিন্তু না কিন্তু গ্রামে অনেক সুন্দর বাতাস থাকে আর তেমন গরম লাগে না আর ইচ্ছে হলে পুকুর তো আছেই দিয়ে দেবো একটা ডুব।

যদিও প্রচুর পড়াশোনা নিয়ে ব্যস্ত মনটা পড়ে আছে গ্রামে। কখন এক্সাম শেষ হবে আর কখন গ্রামের বাড়িতে যাব এবার যেহেতুঈদের পরে যাচ্ছি তাই এবার ট্রাফিক জ্যামে পড়তে হবে না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111404.59
ETH 4315.12
SBD 0.83