How to save unfinished project in iMovie

in #video2 years ago

Hi Everybod, Assalamualaikum

এই ভিডিও তে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি unfinished project iMovie সেভ করবেন যাতে আপনি পরবর্তিতে কাজটি আবার কন্টিনিউ করতে পারেন।

চলুন শুরু করা যাক ....

আমি বর্তমানে iMovie এর ১০.৩.৩ ভার্সন ব্যবহার করছি

এইটা প্রজেক্ট এরিয়া যেখানে ভিডিও এবং অডিও গুলো রাখবেন যা আপনি এডিট করতে চান। এবং এখান থেকে তা আবার এডিটিং timeline এ add করবেন।

এখন কিছু সময় এডিট করবার পর আপনি চাচ্ছেন কাজটি পরে করবেন এবং যেই পর্যন্ত এডিট করেছেন তা সেভ করে রাখবেন। কিন্তু আপনি সেভ অপশন খুঁজে পেলেন না। কারন iMovie তে আপনি যা করবেন automatic তা সেভ হয়ে যাবে। সুতরাং সেভ করবার জন্যে আপনার কিছু করতে হবেনা।

এখন উদহারন স্বরূপ আপনি এই প্রজেক্ট টি স্টপ করতে চাচ্ছেন এবং নতুন একটি প্রজেক্ট create করতে চাচ্ছেন।

তাহলে প্রজেক্ট বাটনে ক্লিক করুন এরপর আপনি create new option দেখতে পারবেন এবং এর পাশে পূর্ববর্তী প্রজেক্টটি সেভ অবস্থায় দেখতে পারবেন।

Create New তে ক্লিক করেন এরপর আপনি নির্বাচন করুন আপনি কি তৈরি করতে চান। উদহারন স্বরূপ আমি movie তে ক্লিক করলাম, এখানে আপনি সব কিছু নিউ আর খালি দেখতে পাবেন। আপনাকে পূর্ববর্তী একই পদ্ধতিতে ভিডিও অডিও প্রজেক্ট মিডিয়া তে অ্যাড করতে হবে এরপর আপনার timeline এ অ্যাড করে এডিটিং করতে হবে।

যদি আপনি পূর্ববর্তী প্রজেক্টটিতে ফিরে যেতে চান তাহলে পুনরায় প্রজেক্ট বাটনে ক্লিক করুন। এরপর আপনার বর্তমান প্রজেক্টটি একটি নামে সেভ করুন।
এখন আপনি প্রজেক্ট পেজে আপনার সকল সেভ প্রজেক্ট দেখতে পাবেন।

এখন আপনি পুরাতন যেই প্রজেক্টটিতে কাজ করতে চান সেটি ক্লিক করলেই ওপেন হবে। এবং পরবর্তীতে যেই পর্যন্ত কাজ করে রেখেছেন সেই অবস্থাতেই দেখতে পাবেন। পুনরায় কাজ করবার পর যখন কাজ সমাপ্ত হবে তখন share button এ ক্লিক করুন, এরপর এক্সপোর্ট ক্লিক করুন এবং আপনার খুশিমতো সেটিং পরিবর্তন করে নিন। এরপর নেক্সট ক্লিক করে ভিডিও এর একটা নাম দিয়ে সেভ করুন।

আশাকরি ভিডিও টি আপনার জন্য উপকারী হবে।
আপনার যদি ভিডিও টি ভালোলেগে থাকে তাহলে আমার channel টি subscribe করুন।

Thank you for watching this video.

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.19
JST 0.037
BTC 91726.79
ETH 3325.89
USDT 1.00
SBD 3.90