অর্জুন সে শহরে গিয়ে পড়াশোনা করে অনেক বড় কোম্পানিতে জব করে

in #vgsvc3 years ago

পরে অর্জুন সে শহরে গিয়ে পড়াশোনা করে অনেক বড় কোম্পানিতে জব করে আরিয়া ওইখানে অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে বড় হয়ে ওঠে।

একদিন সে শহরের যায় তার বন্ধুর কাছে তখন বন্ধু তার সাথে রাখতে তাকে নারাজ পরে অনেক শর্তের বিনিময় সে তার বন্ধু আরিয়া কে তার সঙ্গে থাকতে এবং তার কোম্পানিতে চাকরি দেয়।

পরে সেইখানে কাজল আগারওয়াল মানে নায়িকার আবির্ভাব ঘটে এবং যার কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

দুই বন্ধু একই মেয়েকে ভালোবাসার কারণে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে এবং আরিয়া সাথে অর্জুনের সাথে অনেক বড় সমস্যা হয়ে যায় ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.32
JST 0.037
BTC 117496.64
ETH 3725.39
SBD 0.92