Steem bot tracker টিউটোরিয়াল, পর্ব ১
This tutorial is the first tutorial about Steem bot tracker and how to use it. The whole tutorial is written in Bengali language.
এই টিউটোরিয়াল থেকে আপনি কি কি শিখবেন?
- কিভাবে Steem bot tracker এ আপনি আপনার Steem একাউন্ট কানেক্ট করবেন
- কিভাবে Steem bot tracker ওয়েবসাইটের টুলবার ব্যবহার করবেন
- কিভাবে Bid-Based Voting Bots গুলোতে বিড পাঠাবেন
- কিভাবে Bid-Based Voting Bots সেকশনের প্রদর্শন মুদ্রা (Display Currency) পরিবর্তন করবেন
প্রয়োজনীয় জিনিসপত্র
- ইন্টারনেট কানেকশন
- ওয়েব ব্রাউজার
কাঠিন্যের মাত্রা
- প্রাথমিক
টিউটোরিয়ালের মূল অংশ
Steem bot tracker হল একটি এপ্লিকেশন যা বিভিন্ন ভোট বিক্রির bidbot গুলোকে ট্র্যাকিং বা অনুসরণ করে। এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি bidbot গুলোকে অনুসরণ এবং bidbot ব্যবহারের জন্য বিড পাঠাতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে এই টুলটি ব্যবহার করতে হয়।
এই এপ্লিকেশনটি ব্যবহারের জন্য প্রথমেই আপনাকে https://steembottracker.com ভিজিট করতে হবে। সাইটে যাওয়ার পর আপনি নিম্নরূপ স্ক্রিন দেখতে পাবেন।
নোটিশটি পড়ে "I Understand" বোতামে চাপলে আপনি এর মূল ক্রিয়াগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমেই আপনার Steem একাউন্ট এই টুলটির সাথে যুক্ত করা উচিত। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। Steem একাউন্ট যুক্ত করার জন্য নিচের স্ক্রিনের মত Log in বোতামে চাপুন।
তারপর আপনাকে https://v2.steemconnect.com এর একটি পেইজে নিয়ে যাওয়া হবে। আপনি নিচের মত স্ক্রিন দেখতে পাবেন। Continue বোতামে চাপলে আপনাকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
এরপর Steemconnect আপনার একটিভ কি বা মাস্টার পাসওয়ার্ড চাইবে। আপনি নিশ্চিন্তে এই সাইটে পাসওয়ার্ড দিতে পারেন। এটি স্টিম ইন্স এবং Busy.org টীম পরিচালনা করে।
সাইটে প্রবেশ করার পর Steemconnect আপনাকে পুনরায় মূল সাইটে পাঠিয়ে দিবে। তখন আপনার নাম নিচের মত প্রদর্শিত হবে।
এখন bottracker এর টুলবারের ব্যবহার জানবো। টুলবারটির বিভিন্ন অংশ আমি বিভিন্ন রঙের বক্সে করে নিচে দেখিয়েছি।
টুলবারের প্রথমেই bottracker এর টাইটেল যাতে ক্লিক করলে সাইট আপনাকে হোম পেইজে নিয়ে যাবে। এরপর Voting Bots সেকশন এবং এই সেকশনের ড্রপডাউন মেনু থেকে আপনি সাইটের বিভিন্ন অংশে নেভিগেট বা চলাচল করতে পারবেন।
আপনি Bid-Based Voting Bots বোতামে চাপলে সাইট আপনাকে ঐ সেকশনে নিয়ে যাবে। অন্য পছন্দগুলোও একইভাবে কাজ করে।
Bid-Based Voting Bots সেকশনে যাবার পর আপনি উপরের মত বিভিন্ন bot দেখতে পাবেন। আপনি যে বটে বিড পাঠাতে চান সেই বটের পাশের send bid বোতামে চেপে আপনি বিড পাঠাতে পারবেন। আমি এই টিউটোরিয়াল এর ক্ষেত্রে একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি।
উপরের স্ক্রিনের মত send bid বোতামে চেপে বিড পাঠাতে হবে। তারপর নিচের মতো পোপ আপ উইন্ডো দেখতে পাবেন। উইন্ডোতে আপনি যে পোস্ট প্রমোট করতে চান তা পেস্ট করবেন এবং বিড এমাউন্ট দিয়ে সাবমিট করবেন।
সাবমিট করার পর আপনার কাছে নিচের মতো কনফার্মেশন চাইবে। আপনি Continue বোতামে চেপে এর পরের পর্যায়ে চালিয়ে যেতে পারবেন।
তারপর আপনার কাছে আবার Active বা Owner Key দিতে হবে। সব ঠিক দিয়ে Sign In করলেই বিড চলে যাবে।
কিছু বট আছে যেগুলো Steem বিড গ্রহণ করে। সেইজন্য আপনি চাইলে সাইটের প্রদর্শিত মুদ্রা পরিবর্তন করতে পারেন। সেটা করার জন্য নিচের মতো display currency ড্রপডাউন মেনু থেকে Steem নির্বাচন করুন।
টিউটোরিয়ালটি পড়ার জন্য ধন্যবাদ। কিছু না বুঝে থাকলে দয়া করে কমেন্ট করুন।
Posted on Utopian.io - Rewarding Open Source Contributors
Thank you for the contribution. It has been approved.
You can contact us on Discord.
[utopian-moderator]
Hey @sakibarifin I am @utopian-io. I have just upvoted you!
Achievements
Suggestions
Get Noticed!
Community-Driven Witness!
I am the first and only Steem Community-Driven Witness. Participate on Discord. Lets GROW TOGETHER!
Up-vote this comment to grow my power and help Open Source contributions like this one. Want to chat? Join me on Discord https://discord.gg/Pc8HG9x
as-salamu alaikum...
vai amak system ta sikaben..?
utppian-io
ata ki vabe kaj kore...please help me vai@sakibarifin
আমিও শিখতে চাই । সময় পেলে এটা নিয়ে একাট পোস্ট দিলে নিউবিরা অনেক উপকৃত হত । @sakibarifin