কচ্ছপsteemCreated with Sketch.

in #tutle10 months ago

আমরা ছোটবেলায় খরগোশ এবং কচ্ছপের গল্পটি বইয়ে পড়েছিলাম। তখন থেকেই আমি কচ্ছপ সম্পর্কে জানি৷ আমরা ঐ গল্প থেকে জানতে পেরেছিলাম যে কচ্ছপ ধীরগতির একটি প্রাণী। আসলে কচ্ছপ কখনোই ধীরগতির প্রাণী ছিল না। এটি গল্প কে আকর্ষণীয় করার জন্য তারা মিথ্যে ভাবে প্রচার-প্রচারণা করেছিলো৷ কচ্ছপ বাংলাদেশ থেকে শুরু বিভিন্ন দেশে কচ্ছপ দেখতে পাওয়া যায়। বিভিন্ন দেশে কচ্ছপের মাংস মানুষকে থাকে। কচ্ছপ সমুদ্র তীরে ডিম পেড়ে থাকে। মানুষ সেখান থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করে আনে। কচ্ছপ সাধারণত সমুদ্রে থাকে। কচ্ছপ ছোট এবং মাঝারি এবং বড় সাইজেরও হয়ে থাকে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মানুষ কচ্ছপ একুরিয়ামে লালন পালন করে থাকে। একুরিয়ামে লালন পালন করার জন্য ছোট সাইজের কচ্ছপ নিয়ে আসা হয়। কচ্ছপ সাধারণত শাক সবজি খেয়ে থাকে। কচ্ছপ তিনভোজী প্রাণী। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে বড় সাইজের কচ্ছপ দেখতে পাওয়া যায়। মানুষের মুখে শোনা সেখানকার কচ্ছপগুলোর বয়স নাকি ১৫০-২০০ বছরের উপরে। কচ্ছপের শরীরে শক্ত খোলস আছে। কচ্ছপ তাদের শরীর কে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। কচ্ছপের চারটি পা রয়েছে।


Pixabay

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42