টুনটুনি পাখির বাসা তৈরিsteemCreated with Sketch.

in #tuntuni3 years ago

215253Kalerkantho_19-10-02-14.jpg

                       "আমার বাংলা ব্লগ"

টুনটুনি পাখি তার বাসা তৈরি করার আগে দুটি কি তিনটি পাতা সেলাই করে একটা বাটির মতো তৈরি করে ; তার মধ্যে নরম ঘাস পাতা দিয়ে সে তার বাসাটি বানায় । সেলাইয়ের সুতো সাধারণত রেশমেরই ব্যবহার করে ; কাছে রেশম না থাকলে যে সুতো পায় তাই দিয়ে করে । সেলাইয়ের ছুঁচ হল তার সরু ঠোট - জোড়া । বাসাটা অনেকটা দোলনার মতো ঝুলতে থাকে । খুব ছোটো জাতের পাখিরা হিংস্র জন্তু আর সাপ গিরগিটির আক্রমণ থেকে রক্ষা পাবার জন্যে প্রায়ই ঐরকম দোলনার মতো বাসা তৈরি করে থাকে । অনেক জাতের পাখি আবার মাটিতেই বাসা করে ; গাছে বাসা তারা পছন্দই করে না । তাদের মধ্যে কেউ কেউ আবার বাসা তৈরিই করে না । নিজেরা গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে আর মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে ৷ মোরগ , তিত্বির , পেরু এরা সবই এই জাতের । আবার কোনো কোনো পাখি সুন্দর করে লতা পাতা দিয়ে কুঞ্জবনের মতো বানায় । অস্ট্রেলিয়া দেশের ‘ কুঞ্জ - পাখি ’ ( Bower bird ) তার বাসার সামনে খুব সুন্দর লতা - কুঞ্ঝঞ্জু তৈরি করে । পাখিটি আকারে ছোটো বটে , কিন্তু কুঞ্জটি কিছু ছোটো হয় না । এদের আবার রংচঙে জিনিসের বড়ো শখ ; ভাঙা কাচ , পাথর , রঙিন জিনিস , যা সামনে পাবে সব এনে বাসার চারিদিকে সাজিয়ে রাখবে ।

       কোনো কোনো পাখি থুতু দিয়ে বাসা তৈরি করে । তালচেঁাচ পাখি এই জাতের । পালক , ঘাস এসব জিনিস থুতু দিয়ে জোড়া লাগিয়ে তার বাসা তৈরি হয় । ইস্ট ইন্ডিয়া দ্বীপপুঞ্জে এক জাতের তালচেঁাচ আছে , তারা কেবলই থুতু দিয়ে নিজেদের বাসা বানায় চীন দেশে এ বাসার খুব আদর ; তারা এর ঝোল বানিয়ে খায় । এইজন্য সে দেশে এর দামও খুব বেশি 

    অনেক জাতের পাখি কাদা দিয়েও তাদের বাসা বানায় । আফ্রিকার ফ্লামিঙ্গোর বাসা কাদার তৈরি । একটা ঢিপির মতো কাদা সাজিয়ে তার মাঝে একটা গর্ত করে ফ্লামিঙ্গো ডিম পাড়ে । আরো অনেক জাতের পাখিও কাদার বাসা বানায় , তাদের অধিকাংশই তোমরা অনেকেই বোধহয় কাঠ - ঠোকরা দেখেছ । এরা ঠোঁট দিয়ে ঠোকর মেরে গাছের গায়ে গর্ত করে তার ভিতর বাসা বানায় । দুষ্টু ছেলেরা ছানা চুরি করার লোভে কাঠ - ঠোকরার বাসার গর্তে হাত ঢুকিয়ে দিয়ে অনেক সময় সাপের কামড় খায় , কারণ সাপেরা কাঠ - ঠোকরার বাসা ডাকাতি করে অধিকার করতে বড় পটু ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66530.02
ETH 3495.00
USDT 1.00
SBD 2.64