একটি হারিয়ে যাওয়া কাল্পনিক প্রেম
পর্ব-১
পৃথিবীতে মানুষের ঘটনা বা কাহিনি গুলো এত উদ্ভট এবং কাল্পনিক হয় তা আগে আমার জানা ছিল না। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি,কিন্তু সেই স্বপ্ন যদি বাস্তবিক রুপ নেয় তাহলে মনে ভয় এবং ক্ষয় দুটোই জন্মায়। এই রকম একটা হারিয়ে যাওয়া কাল্পনিক প্রেম আমি আপনাদের সামনে তুলে ধরব। ছেলেটি কেবল নতুন নতুন ক্লাস ৮ এ উঠেছে। তার দিন গুলো খুব ভাল ভাবে কাটতে থাকে। সে একজন পড়াশোনায় খুবই মনযোগী ছাত্র। তার পৃথিবী বলতে স্কুল,পরিবার এবং খেলাধুলা। এর ছাড়া সে আর কোন কিছুই নিয়ে চিন্তা করত না। ছেলেটি ধার্মিকও ছিল বটে। একদিন ছেলেটি স্বপ্ন দেখে খুব চমকে যায়,এই স্বপ্ন কেন দেখল সে নিজেও জানে না। সে প্রতিদিনের কর্মকাণ্ডে স্বপ্নের কথা ভুলে যায়। কয়েকদিন পর ছেলেটি আবার সেই একই স্বপ্ন দেখে তার মনে পরে যায় সে আগেও এই স্বপ্ন দেখছে। এইবার সে রিতিমত ভয় পেয়ে যায়,ঘুম ভেঙেই বলে উঠে,”আমি কেন?আমার তো এই স্বপ্ন দেখার কথা না,আমি তো সারাদিন পড়ালেখা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি কেন?”সে খুব ভয় পেয়ে বসে। সে আজকে অনেক চিন্তা করতে থাকে এই স্বপ্নের বেপারে। তার মনে অনেক প্রশ্ন আসে কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। এই ভাবে সে দুই বছর ধরে এই একই স্বপ্ন দেখতে থাকে। তার এখন আর ভয় লাগে না বরং সে এখন এই স্বপ্ন দেখে খুবই খুশি হয়। সে সপ্নে দেখত “একটা মেয়ে সাদা কাপড় পরে তার সামনে আসে,সেই মেয়েটির পায়ে মাথা দিয়ে সে শুয়ে আছে সবুজ ঘাসের উপর”। কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই মেয়েটির চেহারা সে দেখতে পারে না,হয়ত মনে থাকে না। সে আল্লাহ এর কাছে দুয়া করতে থাকে “সে যেন ওই মেয়েটির চেহারা একবার হলেও যেন দেখতে পারে।” সে মাঝে মাঝেই প্রভু এর কাছে প্রার্থনা করত,তার বিশ্বাস তার কথা এক দিন হলেও প্রভু রাখবেন। এই ভাবে আরো দুইটি বছর কেটে গেল। ছেলেটি এখন কলেজ এ পড়ে। ছেলেটি অন্যকোন মেয়ের দিকে তাকাই না, সে সুধু ওই মেয়ের চিন্তাই মগ্ন থাকে। এক রাতে সে ওই মেয়ের চিহারা দেখতে পায়,কিন্তু সে খুবই দুঃখ পায়।ঘুম থেকে বলে উঠে,”কেন?কেন এই মেয়ে,প্রভু আমি কেনই দেখতে চাইলাম?”তার মন ভেঙে যায়।
Wow! Akash vai.
thnx
Congratulations @musfiqak1! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!