ট্রিমার ব্যবহারের নিয়ম

in #trimmer5 years ago (edited)

ট্রিমার ব্যবহারের নিয়ম

ট্রিমার ব্যবহারের পূর্বে ফুল চার্জ দিয়ে নিন। তা না হলে অর্ধেক চুল বা দাঁড়ি কাটার পর চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়তে হয়। একেক ট্রিমার ফুল চার্জ হতে একেক সময় নেয়। প্যাকেটের গায়ে খেয়াল করলে দেখতে পাবেন আপনারটি চার্জ হতে কেমন সময় লাগবে। সে অনুসারে চার্জ দিয়ে নিন। আয়নার সামনে দাড়িয়ে দেখে নিন আপনার ফেসের কোথায় কেমন দাঁড়ি আছে।

Trimmer আগে ব্যবহার করা হয়ে থাকলে বা অনেক দিন ব্যবহার না করা হলে প্রয়োজনে তেল দিয়ে নিন; এতে করে চুলে টান লাগার সম্ভাবনা থাকবে না। তবে লোম কাটার জন্য যেসকল ট্রিমার রয়েছে সেগুলোতে দরকার নাই।

প্রথমেই বড় চুল বা দাড়ি গুলো ছোট করুন বিশেষ করে নিচে দিকের থেকে। এর পর ছোট গার্ডটি লাগিয়ে নিন। উপরের দিকে ঠেলে উঠান। সাইজ হয়ে গেলে গার্ড খুলে ফেলুন এবং ধীরে ধীরে চারপাশ সাইজ করতে থাকুন; দাঁড়ি বা চুল কাটার পর অবশ্যই যায়গা এবং ট্রিমার ভালো ভাবে পরিষ্কার করুন।

ট্রিমার পরিষ্কার করার নিয়ম

ট্রিমার পরিষ্কার করার জন্য বেসিং সব থেকে ভালো যায়গা। প্রথমেই ক্লিপের মতো চাপ দিয়ে গার্ডটি খুলে ফেলুন এবং লেগে থাকা চুল বা লোম গুলো ছাড়িয়ে নিন। প্যাকেটের সাথে একটি ছোট ব্রাশ পাবেন অনেক ট্রিমারের সাথে নাও থাকতে পারে।

বাসায় থাকা পুরাতন বা অল্প টাকা দিয়ে একটি টুথ ব্রাশ কিনে সেটি দিয়েও পরিষ্কার করতে পারেন। সব সময় হালকা গরম পানি দিয়ে Trimmer ধোয়ার চেষ্টা করুন। ব্যবহার শেষে ভালো ভাবে শুকিয়ে ব্লেডে হালকা তেল দিয়ে প্যাকেটে করে শিশুদের নাগালের বাহিরে রেখে দিন।

শেভার কেনার সময় অবশ্যই ব্র্যান্ড ভালো কোন ব্র্যান্ড সিলেক্ট করার চেষ্টা করুন। চকচকে জিনিস হতে কোয়ালিটিফুল প্রোডাক্টের খুঁজে নেওয়ার চেষ্টা করুন।

আসল ট্রিমার কিনতে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রিমার শপ ট্রিমার ওয়ার্ল্ডে যান ।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109812.05
ETH 3841.53
USDT 1.00
SBD 0.49