ভ্রমণ :- মেয়েকে নিয়ে ঘুরতে যাবার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250928_153713.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আমার মেয়ে এখন একটু মোটামুটি বড় হয়েছে। এই কারণে বায়না ধরে বাবার সাথে ঘুরতে যেতে এবং বাজারে যেতে। আর আমি চেষ্টা করি সময় পেলে মেয়েকে একটু এদিক ওদিক ঘুরানোর জন্য। কিছুদিন আগে বিকেল বেলা মেয়ে অনেক বায়না ধরল আমার সাথে ঘুরতে যাবে। তখন আমি চিন্তা করলাম মেয়েকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। যদিও সাথে আমার ভাগ্নি গুলো ছিল। কারণ এই সময় মেয়ে একটু দুষ্টামি করতে পছন্দ করে আর বাইরে গেলে মোটামুটি ভালোই দুষ্টামি করে। এই কারণে আমি মেয়েকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য নিয়ে গেলাম।

তারপর আমি বাড়ি থেকে মেয়েকে নিয়ে রিকশায় করে নদীর ধারে চলে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। যদিও আমাদের বাড়ি থেকে ২-৩ কিলোমিটার দূরে হবে জায়গাটি। আর আমি এমন জায়গাতে গেলাম মেয়েকে নিয়ে ঘুরতে সত্যিই জায়গাটা অন্যরকম ছিল। যদি আমি মেয়েকে নিয়ে মালটা বাগানে ঘুরতে যাওয়ার জন্য গেলাম। আর নদীর পানি এবং বন্যার পানির কারণে মালটা বাগানটি নষ্ট হয়ে গেল। এই কারণে আমি মেয়েকে নিয়ে চলে গেলাম ধানক্ষেতের দিকে। নদীর উপরে অনেক বড় চরের মধ্যে মানুষ ধান চাষ করেছে। আর ওইখানে দাম খ্যাতের আইলের মধ্যে দিয়ে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। ও মেয়ে ধানের পাতা নিয়ে অনেক দুষ্টামি করতে লাগলো।

IMG_20250928_153737.jpg

IMG_20250928_153743.jpg

সত্যি বলতে মেয়ের দুষ্টামি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আর ওই সময় আমি চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করার জন্য। মেয়ে ধানের পাতাগুলো ছিড়ে ছিড়ে নিতে লাগল এবং বলতে লাগলো ওয়াও ওয়াও। আর প্রাকৃতিক সৌন্দর্য এবং ধানক্ষেতের মধ্যে গিয়ে মেয়ের কাছে অনেক ভালো লাগলো। ঘুরতে আমার কাছেও খুব ভালো লাগলো। আর এই ধানক্ষেতের পাশে কিন্তু ছোট নদী। আর নদীর উপরে জমিগুলোর মধ্যে সব সময় চাষিরা বিভিন্ন ধরনের জিনিস চাষ করে। আর এখন প্রত্যেকটি জমির মধ্যে কিন্তু ধান আর ধান। ধানের গাছ গুলো দেখে সত্যি অন্যরকম ভালো লাগলো। মনে হচ্ছে পৃথিবীর প্রকৃতির সুখ এবং সৌন্দর্য মনে হয় ধানক্ষেতের মধ্যে লুকিয়ে আছে।

আর আমি চেষ্টা করেছি মেয়েকে ধান ক্ষেতের মধ্যে এবং চারপাশ ঘুরানোর জন্য। আর মেয়ে ওই জায়গাতে ঘুরতে গিয়ে সত্যি অনেক অনেক খুশি হয়েছে। নিজের মেয়ের খুশি দেখে আমার কাছে ভালো লাগলো। যদিও ওই জায়গার পাশে কিছু গরু ও অন্যান্য জিনিস পালন করার জন্য জায়গা করেছে। তবে শীতকালে এসব জমিগুলোর মধ্যে টমাটো থেকে শুরু করে শশা ও সবজি এবং অন্যান্য জিনিস চাষ করা হয়। আর ওই সময় কিন্তু ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। যদিও ভাগিনা ভাগ্নি গুলো ঘুরতে গিয়ে তারাও কিন্তু অনেক খুশি হয়েছে। আর এইসব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে গেলে যে কোন লোকের কাছে ভালো লাগবে।

IMG_20250928_153745.jpg

IMG_20250928_153747.jpg

সত্যি বলতে বিকেল বেলা মেয়েকে ঘুরতে নিয়ে আমার নিজের কাছেও ভালো লাগলো। কারণ এরকম সৌন্দর্যের মধ্যে ঘুরাঘুরি করার মজাই আলাদা। আর ছোট বাচ্চারা এমনিতেই মা-বাবা এবং আপন লোকদের সাথে ঘুরতে বেশি পছন্দ করে। তবে আমার কাছে অনেক ভালো লাগলো মেয়েকে নিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে। আর প্রত্যেক মা-বাবা ছোট বাচ্চাদের একটু সময় দেওয়া দরকার। এবং সময় দিয়ে তাদেরকে ঘুরাঘুরি করানোর দরকার। এই হচ্ছে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্ত। আশা করে আমার এই পোস্ট দেখে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।

IMG_20250928_153749.jpg

IMG_20250928_153751.jpg

IMG_20250928_153756.jpg

IMG_20250928_153800.jpg

IMG_20250928_153803.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 9 days ago 

Screenshot_2025-09-29-19-02-32-867_com.twitter.android.jpg

 9 days ago 

IMG_20250929_215021.jpg

 8 days ago 

ছোট বাচ্চাদের কে নিয়ে ঘুরতে গেলে তারা কিন্তু অনেক খুশি হয়। এবং তাদেরকে একটু সময় দিবে তারা কিন্তু খুব আনন্দ করে। আর তুমি মাইসুনকে নিয়ে ঘুরতে গিয়ে ভালোই সময় কাটিয়েছো। ভালো লাগলো তোমার পোস্ট দেখে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 122009.90
ETH 4487.17
BNB 1313.43
SBD 0.77