Mangrove frost National forststeemCreated with Sketch.

in #traveling7 years ago

ঈদের ছুটিতে ভ্রমণের চমত্কার একটি জায়গা সুন্দরবন। এখন বর্ষা। এ সময়ে সুন্দরবনের সৌন্দর্যও অবর্ণনীয়। ঈদের ছুটিকে কেন্দ্র করে বেসরকারি ভ্রমণ সংস্থা বেঙ্গল ট্যুরস একটি বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। তিন দিন তিন রাতের এ ভ্রমণে দেখে আসতে পারেন বর্ষায় বাংলাদেশের সুন্দরবনের অপার সৌন্দর্য।

প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের বাংলাদেশ সুন্দরবনের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকাজুড়ে সুন্দরবনের অবস্থান। ‘পূর্ব’ ও ‘পশ্চিম’ দুটি বিভাগের অধীনে চারটি প্রশাসনিক রেঞ্জে ভাগ করা হয়েছে সুন্দরবনকে। রেঞ্জগুলো হলো চাঁদপাই, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা। ১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য এটি। সুন্দরবনের প্রধান প্রাণী রয়েল বেঙ্গল টাইগার আর চিত্রা হরিণ। এছাড়া মায়া হরিণ, বন্য শুকর, বানর, গুঁই শাপ, ভোদর, ডলফিন, নোনাপানির কুমির, কিং কোবরা, অজগর ইত্যাদি নানান বন্যপ্রাণীর বসবাস আছে সুন্দরবনে।সুন্দরবনে প্রায় ৩৩০ প্রজাতির গাছপালা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরী, কেওড়া, পশুর, ধুন্দল, আমুর, গরান, গর্জন, খোলশী, বলা, হেতাল, গোলপাতা, টাইগার ফার্ন, হারগোজা ইত্যাদি।

স্থানীয় ও পরিযায়ী মিলে সুন্দরবনে প্রায় ২৭০ প্রজাতির পাখির দেখা মেলে। এরমধ্যে বড় সাদা বক, সি ঈগল, বাজ, মাস্ক ফিঙ্কফুট, বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গা, ফিঙ্গে, সুঁই চোরা, কাঠঠোকরা, বন মোরগ উল্লেখযোগ্য। এছাড়া প্রায় চারশ রকম মাছ পাওয়া যায় সুন্দরবন এলাকায়। সুন্দরবনের সুন্দরতম একটি জায়গা কটকা খাল। এখানে পর্যটক লঞ্চ নোঙ্গর করে। খালের পশ্চিম পাড়ের জেটি পেরিয়ে উপরে উঠলেই বন কার্যালয়। এর সামনে দিয়ে সোজা পশ্চিমমুখী ইট বাঁধানো পথটি কিছু দূর চলার পরে শেষ। কটকা বন কার্যালয়ের পিছন দিক থেকে সোজা পশ্চিমমুখী কাঠের তৈরি ট্রেইল। এটি কিছু দূর গিয়েই শেষ হয়েছে। এখান থেকে হাতের ডানে জঙ্গল ধরে সামান্য হাঁটলেই টাইগার ডেন, আর বাঁয়ে সামান্য গেলে সমুদ্র। সূর্যাস্ত দেখার জন্য উপযুক্ত জায়গা এটি। কটকার জেটির উত্তরে খালের চরে আকাশ ছোঁয়া দীর্ঘ কেওড়ার বন। এ জায়গাটিতে সবসময়ই দেখা যায় দলে দলে চিত্রা হরিণ, বন্য শুকর, বানর ইত্যাদি।

Sundarbans is a beautiful place to visit Eid holiday. Now monsoon During this time, the beauty of the Sundarbans is also unnatural. The private tour organization Bengal Tours has organized a special package on Eid Holidays. You can see the trips for three days and three nights in the Sundarbans, the beauty of Bangladesh. Bangladesh Sundarbans is more than six thousand square kilometers. The location of the Sundarbans on the vast coastal area of ​​southwestern country. Sundarbans has been divided into four administrative ranges under 'East' and 'Western' sections. The ranges are Chandpai, Sharankhola, Khulna and Satkhira. In 1997, the Sundarbans were listed on UNESCO's World Heritage List. Find 798th World Heritage Royal Bengal Tiger and Chitra deer are the main animals of the Sundarbans. Besides, there are about 330 species of trees in the Sundarbans, which include Maya deer, wild pigs, monkeys, cows, crores, voders, dolphins, monkey crocodiles, King cobras, oysters etc. Among them, Sundari, Keora, Pashur, Dhundal, Amur, Gurna, Grunge, Kholishi, Say, Hetal, Golpata, Tiger Fern, Hargoza etc. Around 270 species of birds are found in the Sundarbans, both locally and migratory. Among them, large white banks, C Eagle, lightning, mask, finches, various species of fish, finger, needle stalk, woodpecker, forest cock are notable. Besides, around 400 varieties of fish are found in the Sundarban area. The beautiful place of the Sundarbans is a place called Katka canal. Here anchors tourist launches. Forest office at the top of the canal crossing the western side of the canal. In front of it, the road paved straight west-facing brick is finished after some distance. Straight west-facing wood trail from the rear side of the Kutka Forest Office. It's a long way off. From here to the right of the jungle, with a little walk, Tiger Dane, and the little left to the sea. Find the perfect place to visit the sunset. On the north side of the Katkar Jail, the sky is covered with the canal and the long Kawora forest. This place is always seen in the group of Chitra deer, wild pigs, monkeys etc.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62486.70
ETH 2415.17
USDT 1.00
SBD 2.66