Travel Diary INDIA 2018 [01]
ভারত ভ্রমন অভিজ্ঞতা :
পর্ব ১ঃ
অনেক চড়াই উতরাই পেরিয়ে ৯তারিখ বিকাল ৩টায় চিটাগাং থেকে যাত্রা শুরু করলাম কলকাতার উদ্দেশ্যে।এর আগের দিন পর্যন্ত জানতাম না যে কবে যাব কলকাতা।কিন্তু হটাত দেশের পলিটিক্যাল অবস্থা খারাপ হওয়ার কারনে ৮ তারিখ সন্ধ্যা ৬টাই ডিসিশন নিলাম যে ৯ তারিখ ই যাব।শুধু দেশের অবস্থা না ১০ তারিখ ই আমাদের ট্রেন ই ছিল কলকাতা থেকে জাম্মুর উদ্দেশ্যে।তাই আর দেরি না করে রউনা দিলাম ৯তারিখ দুপুর ৩টায় । একে খান থেকে উঠলাম আর সন্ধ্যা ৬টার মধ্যে কুমিল্লার বিখ্যাত নুরজাহান হোটেল,রাত ৯টা ১০ এ ঢাকা আর ১২টায় ফেরি ঘাট এ চলে আসলাম।লাক ভাল ছিল, জ্যাম ছিলনা আর কুয়াশা ও ছিলনা তেমন। আর তাই আমরা ও ভালই ভালই ভোর ৫টাই পৌছে গেলাম বেনাপোল।সব ফর্মালিটি শেষ করে বাংলাদেশ বর্ডার কাস্টম হয়ে ক্রস করলাম ৮টাই।এরপর মিনিট ৩০ এর ভিতরেই ইন্ডিয়া কাস্টম এ সব ফর্মালিটি শেষ করে ঢুকে গেলাম দাদাদের দেশ ইন্ডিয়া
Congratulations @sonjoydev! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Congratulations @sonjoydev! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!