Bangladesh-India Zero point (Jaflon, Sylhet)

in #travel5 years ago

received_476803646476624.jpeg

কিছু দিন আগে জাফলং গিয়েছিলাম ঘুরতে। আসলেই প্রকৃতি খুব সুন্দর। যা নিজের চোখে না দেখে বিশ্বাস করা হয়ত কঠিন। সেই জাফলং এর কিছু মনোরম ছবি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের ভালো লাগবে।

আজকে বাংলাদেশ-ভারত সিমান্তের জিরো পয়েন্ট নিয়ে কথা বলব। বাংলাদেশ-ভারত সিমান্তে জাফলং অংশে জিরো পয়েন্ট এ কোন কাটা তারের বাধা নাই। এক পাশে বাংলাদেশের মানুষ অন্য পাশে ভারতে মানুষ। আর মাঝে বি এস এফ আর বিজিবি দারিয়ে আছে। আমি আপনাদের সাথে একটি ছবি শেয়ার করব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের অন্যত্তম সুন্দর ও প্রাকৃতিক লীলাভূমির জায়গা হচ্ছে সিলেট। সিলেটের জাফলং এ আরও অনেক কিছু রয়েছে। আজকে শুধু জিরো পয়েন্ট থাক। পরবর্তীতে ঝর্ণা, বিছানাকান্দি নিয়ে ও লিখব। আপনারাও সিলেট যান ঘুরে আসুন আশা করি আপনাদের ভালো লাগব।

আশাকরি আপনাদের ব্লগটি ভালো লেগেছে।

Sort:  

This post has received a 11.33 % upvote from @boomerang.

You got a 20.83% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91275.94
ETH 3099.80
USDT 1.00
SBD 2.90