travels history of meghaloy

in #travel7 years ago

এটা মেঘালয় চেরাপুন্জির একটা মাস্টারপিস টুরিস্ট প্লেস ।। ঝরনাটার নাম nohkalikai Falls । ভারতের অন্যতম উচু ঝরনা ১১১৫ ফিট উচু ।।
image
খাসী ভাষায় এর নাম "" Jump of Ka Likai "" Ka likai নামের এক মহিলা দ্বিতীয়বার বিয়ে করে কিন্তু প্রথম স্বামীর সন্তানকে বেশী আদর করে বলে তার দ্বিতীয় স্বামী সেই সন্তানকে কেটে টুকরো টুকরো করে সব ফেলে দিয়ে মাংশটাই শুধু রান্না করে রাখে আর ka likai বাইরে থেকে এসে মাংশ খেয়ে ফেলে পরে বুঝতে পারে তার সন্তানকে তার দ্বিতীয় স্বামী মেরে ফেলেছে এবং মাংশ রান্না করে রেখেছিলো ...এতে সে রাগে তার দ্বিতীয় স্বামীকে হত্যা করে এবং পাগল হয়ে এই ঝরনার উপর থেকে লাফ দিয়ে মারা যায় তখন এ ঝরনার নাম তার নামে রাখা হয় ।।

ঝরনাটা এতই উচু যে পানি উপর থেকে পড়তে পড়তে অর্ধেক জলীয় বাষ্প হয়ে যায় আর ঝরনাতে সুর্যের আলোর কারণে রংধনু দেখা যায় ।।

তবে এই ঝরনাটা পরিষ্কারভাবে দেখাও সৌভাগ্যের ব্যাপার কারণ ক্ষণে ক্ষণে মেঘ এসে চারপাশ ঢেকে দেয় তখন আর ঝরনা দেখা যায়না আমরা যাবার আধাঘন্টা পরই ঝরনা মেঘের ভিতরে লুকিয়ে গিয়েছিলো :)

যাবেন যেভাবে : ঢাকা থেকে সিলেট তামাবিল/ ডাউকি বর্ডার হয়ে চেরাপুন্জি

যেখানেই ঘুরতে যান সব জায়গা পরিষ্কার রাখুন যেখানে সেখানে ময়লা ফেলবেন না :)

Sort:  

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone and get added to our voting list for valuable up-votes!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.18
JST 0.032
BTC 87956.98
ETH 3244.56
USDT 1.00
SBD 3.22