ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি। (দ্বিতীয় পর্ব)
শুভ সকাল 🌇
আজ ১৬ এপ্রিল,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত সপ্তাহে আমি বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছিলাম। সেখানে উল্লেখযোগ্য বেশ কিছু গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করেছি। ঈদের দ্বিতীয় দিন প্রায় সকলেই চেষ্টা করে ঘুরতে বের হওয়ার জন্য। আর আমাদের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমন করার অন্যতম জায়গা। ঠান্ডা ও শীতল আবহাওয়া থাকার কারণে সবাই তাদের পরিবার নিয়ে ভ্রমন করতে চলে আসে। আমরা যেহেতু চার পাঁচ জন গিয়েছিলাম তাই সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। ভাতিজা, বন্ধু এবং প্রিয় সোহাগ ভাই ছিলেন ভ্রমণ পিপাসু মানুষ। উদ্ভিদ উদ্যান জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লাগে। যেদিকে চোখ যায় শুধু গাছপালা আর সবুজের সমারোহ।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বোটানিক্যাল গার্ডেন ঘুরে শেষ করার মত নয়। বিশাল বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে উদ্ভিদ উদ্যান। আমরা সবাই হেঁটে হেঁটে সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলাম। অল্প একটু সামনে গিয়ে দেখতে পাই গাছপালায় লতানো গুহার মত জায়গা। মাঝখান দিয়ে শুরু রাস্তা ছিল। রাস্তার সামনে দাঁড়িয়ে আমার ভাতিজা ছবি তুলতে ইচ্ছা পোষণ করে। ভাতিজার ফটোগ্রাফিতে পিছনের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর এসেছিল। এরপর হাতের বাম দিকে আরেকটি বড় রাস্তা দেখতে পাই। সেখানে বেশ কিছু বৃক্ষ দেখতে পাই। গাছের পাতা পড়ে রাস্তাগুলো আরোও বেশি সুন্দর লাগছিল।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
আমরা সামনে দিকে অগ্রসর হলাম, এবং ইচ্ছে মতো ফটোগ্রাফি করেছিলাম। সামনে গিয়ে বিদেশি ফল বাগান দেখতে পাই। গাছগুলো আমাদের অচেনা ছিল। উদ্ভিদ উদ্যানে এসে নতুন নতুন অনেক গাছের সঙ্গে পরিচিত হতে পেরেছিলাম। এ ধরনের সমতল ভূমিতে বনায়ন দেখতে পেরে ভীষণ ভালো লেগেছিল। বড় আকৃতি গোল গোল ফল গাছে গোড়া থেকে উপর পর্যন্ত ফল ছিল। তবে এই গাছের নাম সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি। তারপরে চেষ্টা করেছি বেশ কিছু ফটোগ্রাফি করার জন্য। এ বাগানের সবগুলো গাছ বিদেশি।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ঈদ উপলক্ষে ভ্রমণের জায়গাগুলোতে অনেক মানুষের ভিড় দেখা যায়। উদ্ভিদ উদ্যানের ভেতরে পুরুষ লোকের চেয়ে মেয়ে লোকের সংখ্যায় বেশি ছিল। বর্তমান সময়ে সব জায়গায় মেয়েদের সংখ্যা বেশি লক্ষ্য করা যায়। আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটোগ্রাফি করেছিলাম। তাছাড়া বিভিন্ন ঔষধি গাছ এবং ভিতরে ছোট ছোট সিঁড়ি দিয়ে উপরে ভ্রমণ করার মত পরিবেশ ছিল খুবই দৃষ্টিনন্দন। তবে যাঁরা বৃক্ষ প্রেমী তাদের জন্য অন্যতম জায়গা এই বোটানিক্যাল গার্ডেন। বিশাল বড় জায়গা আমরা ১০% এর মতো ঘুরে শেষ করেছি। সামান্য বিশ্রাম নিয়ে আবারো বেশ কিছু ফটোগ্রাফি করেছি। আমরা আরোও জায়গায় ভ্রমণ করেছি সেগুলো আগামী পর্বে আপনাদের মাঝে শেয়ার করবো। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি (দ্বিতীয় পর্ব)। |
লোকেশন | কৃষি বিশ্ববিদ্যালয়,বাকৃবি, ময়মনসিংহ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1911850281161441300?t=m6zc5q2S1n5JuXtfvy7guQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1911380183455564162?t=luPK1giOFfb6jBcC89oXyw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1911378552806637753?t=aO3MqBMcIgNT_5oAwDqA0A&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1911375105189347540?t=Lz8CBItBb4zvqmpv_cuuZA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1911702929406566490?t=_Fs5idqGuF5rUrBQURXRrw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1912077255733658069?t=bVBTGcJj4GOw-wFpKPRBqQ&s=19
বোটানিক্যাল গার্ডেনে গিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং বিভিন্ন রকম গাছ সম্পর্কে পরিচিত হয়েছেন। এই ধরনের জায়গাগুলো একদিনে ঘুরে শেষ করা সম্ভব না। বেশ বড় এরিয়া নিয়ে এগুলো তৈরি করা হয়। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনাকে গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। মুহূর্তগুলো সত্যি খুব দারুন ছিলো। বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।