বোটানিক্যাল গার্ডেন | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | স্থাপনা #3

in #travel6 years ago

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অারেকটি অনবদ্য স্থাপনা বোটানিক্যাল গার্ডেন। দেশের একমাত্র ব্রহ্মপুত্র নদীর ধারে গড়ে তোলা হয়েছে বোটানিক্যাল গার্ডেনটি।

বোটানিক্যাল গার্ডেন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন একটি আন্তর্জাতিক মানের বোটানিক্যাল গার্ডেন। কৃষি অনুষদের ক্রপ-বোটানি বিভাগের আন্ডারে পরিচালিত গার্ডেনটির আয়তন প্রায় ২৫ একর। এখানে সুন্দরবন, ক্যাকটাস ও ঔষধী জোন সহ মোট ৫৩ জোনের অধিনে প্রায় ৫৫৮ টি উদ্ভিদ প্রজাতি রয়েছে।

IMG_20140826_092435.jpg

বোটানিক্যাল গার্ডেনটির একটি অন্যতম সংরক্ষন হচ্ছে তালিপাম নামক উদ্ভিদ। এখানে রয়েছে ৭ টি তালিপাম চারা গাছ, যা বন্য পরিবেশে বিলুপ্ত বলে ঘোষনা করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেনর সহকারী কিউরেটর জানান প্রজাতরি দিক দিয়ে এটি দেশের এক নম্বর বোটানিক্যাল গার্ডেন

এই স্থাপনা গুলো ছাড়াও ক্যাম্পাস চত্বরে রয়েছে, বাংলাদেশ পরমানু কৃষি গবষেনা ইনস্টিটের প্রধান শাখা, বাংলাদেশ স্বাদু পানির মৎস ইনস্টিউট। তাছাড়া স্বাধিনতার স্বারক বিজয় ৭১, মরন সাগর সহ বিবিন্ন ভাস্কর্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অসাধারন সাজে সজ্জিত করেছে। ক্যাম্পাসের বিশালতা, প্রাকৃতিক সৌন্দর্য্য ও বিরল স্থাপনার অধিকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, ক্যাম্পাসের পাশাপাসি দর্শনীয় স্থান বললেও ভুল বলা হবে না। সত্যিই, নিজের চোখে না দেখলে ক্যাম্পাসের সৌন্দর্য্য উপলব্ধি করা যাবেনা।

ঘুরে অাসতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমী বোটানিক্যাল গার্ডেন থেকে।

Think Positive Be Positive and stay with me at @mawahab

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.31
JST 0.049
BTC 96069.37
ETH 3615.68
SBD 3.83