অতি প্রাচীন যুগের কাসার বাটিsteemCreated with Sketch.

in #tradition8 months ago

অতি প্রাচীন যুগের কাসার বাটি। এখনকার যুগে কাষার বাটি আর দেখায় যায়না কারণ বর্তমান যুগে অনেক ধরণের বাটি বের হয়েছে যেমন প্লাস্টিকের বাটি স্টিলের বাটি মেলামাইনের বাটি কাচের বাটি ইত্যাদি কাছে প্রাচীন যুগের কাষার বাটি কোনো নাম গন্ধই নাই কাষার বাটি বিলীন হয়ে গেসে। আমি দেখেছি এই কাষার বাটির অনেক গুনাগুন আছে যেমন কাষার বাটি যুগ যুগ ধরে ব্যবহার করা যায় কোনো প্রকার নষ্ট হয়না মরিচা ধরে না।

এই কাষার বাটির আরো একটা গুন আছে সেটা হলো যদি কাউকে বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে ওঝা এসে এই কাষার বাটির মাধ্যমে মানুষের শরীর থেকে বিষাক্ত সাপের বিষ নামানো হয়। এখন যদি কেউ কাষার বাটি বা কাষার অন্য জিনিস কিনতে চায় তাহলেও কেউ আসল কাষার জিনিস কিনতে পারবেনা কারণ এখন কাষার জিনিস বেশির ভাগই দুই নাম্বার।

1000001923.jpg

1000001922.jpg

1000001925.jpg

1000001924.jpg

1000001927.jpg

1000001926.jpg

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69389.89
ETH 3686.50
USDT 1.00
SBD 3.37