Mobile phone towers and calling systems

in #towers5 years ago

IMG_20190817_140904.jpg

আজকে মোবাইল টাওয়ার নিয়ে কিছুটা লিখব। আশাকরি ভালো লাগবে আপনাদের।
আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি। বর্তমান এই যুগে সকলের কাছেই একটা মোবাইল প্রয়োজন। প্রতেকটি মোবাইলে সিম থাকে। এই সিমের সাহায্যে আমরা কথা বলি বা ইন্টারনেট ব্যবহার করি। এই সিমগুলোর নেটওয়ার্ক এর জন্য প্রতিটি এলাকায় সিমের টাওয়ার থাকে। আমরা হয়ত প্রতি নিয়ত মোবাইল টাওয়ার দেখি। আমরা যেখানেই থাকিনা কেন আমরা কোন না কোন টাওয়ারের আয়ত্ত্বে থাকি। কিন্তু আমরা কখন এক সাথে এক এর অধিক টাওয়ার এর আয়ত্তে এক সাথে থাকতে পারব না। আমরা যে টাওয়ারের আয়ত্ত্বে থাকি সে টাওয়ারে আমাদের ফোন নাম্বার লিপিবদ্ধ থাকে, যা ওই টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারকে জানিয়ে দেয়। একটি সাব-ডিবিশানের আয়ত্ত্বে অনেকগুলো টাওয়ার থাকে। মূলত ব্যবহারকারীর উপর ভিত্তি করে এটি ঠিক করা হয়। এই টাওয়ার এর জন্য আমরা অনেক উপকার পেয়ে থাকি। কিন্তু এই টাওয়ার এর জন্য আমাদের পরিবেশ এর অনেক ক্ষতি হয়। আমাদের এই বেপারটা লক্ষ্য রাখতে হবে। আমাদের এই বেপারটা খুব ভালো ভাবে লক্ষ্য রাখতে হবে।

ধন্যবাদ

Sort:  

You got a 26.32% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

This post has received a 6.96 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57151.22
ETH 3067.19
USDT 1.00
SBD 2.32