অসাধারন ছিলো BandorBAN Tour

in #tour6 years ago (edited)

You Can Join Our Tour Group https://web.facebook.com/groups/ButterflyTourEvent

222.jpg

গত বৃহষ্পতিবার DHAKA থেকে বাস ছাড়া হয় রাত ১১ টার দিকে BandorBAn উদ্দেশ্যে , সকাল সকাল পৌছে যাই Bandorban।

Friday বান্দরবন শহর থেকে চান্দের গাড়ি করে থানছি রওনা ,পৌছি দুপুর 12-1 টার মধ্যে । সেখানে Police Station ছবি তুলে দেওয়া। 2 কপি করে প্রত্যেকের নানা তথ্যাদি লিখে জমা দেওয়া হয়। যা আসলেই অতীব Important মনে করে প্রশাসন , কি আর করার....Freedom হলেও যেনো Freedom নই।

দুপুরের খাওয়া দাওয়া Finish করে রওনা হই আমিয়াখুম, Name গুলো মনে রাখাটা অনেক মুশকিল লাগলো।

যা হোক পাহাড় গিরিপথ পেরিয়ে পৌছি Thoisa Para । পাহাড়ীদের বাড়ীতেই অবস্থান নেওয়া হয় রাত্রিকালীন। রাতের খাওয়া দাওয়াও ওখানে। বেশ আপ্যায়ন ছিলো ওনাদের ভেতরে যদিও পয়সা লাগছে কিন্তু ওনারা যে অতটুকু বুঝতেছে যে আমাদেরকে সহযোগীতা করা লাগবে এটাই আমার কাছে অনেক মনে হলো।

NEXT DAY সকাল সকাল লাঠি হাতে আমিয়াখুম জয়ের জন্য দেবতাপাহাড়ে চলে মিশন হা হা। ভাই চান্দের গাড়ী আর নেট কিন্তু ওইখানে নাই। কথা হয় মনে মনে আর চলা হয় পায়ে পায়ে। দূরে কাছে ...........

হাটো বাঙ্গালী হাটো হাটো ...........উঠো বাঙ্গালী উঠো..ওই পাহাড়ের চূড়ায় -উঠে জয় করো তোমার ভেতরের Freedom হা হা যেনো গর্জে উঠা...

হা হা কি উদ্যম আর সাহসিকতা....যা আসলে প্রত্যেকটি মানুষের দরকার ।42875621_641651996237385_5930590494148001792_n.jpg
You Can Join Our Tour Group https://web.facebook.com/groups/ButterflyTourEvent

Sort:  

You got a 2.01% upvote from @oceanwhale courtesy of @saiduzzaman! Earn 100% earning payout by delegating SP to @oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95830.75
ETH 3363.86
USDT 1.00
SBD 3.08