ইউক্রেনের বুচা শহরে হত্যাকাণ্ড, স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘেরsteemCreated with Sketch.

in #topnews2 years ago

image.png
ইউক্রেনে রুশ সেনাদের হত্যাকাণ্ডের যে খবর প্রকাশ হয়েছে তার ‘স্বাধীন এবং কার্যকর’ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘রাস্তায় পড়ে থাকা বেসামরিক মানুষদের মরদেহ এবং যত্রতত্রভাবে দেওয়া কবরের ছবি দেখে আমি খুবই মর্মাহত।’

তিনি বলেন, ‘সত্য, ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বুচায় কি ঘটেছে তার স্বাধীন এবং কার্যকর তদন্তে সব ধরনের সহযোগিতা দেওয়া জরুরি।’

মিশেল ব্যাচেলেট আরও বলেন, বুচায় এবং অন্য এলাকার তথ্যগুলো সম্ভাব্য যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক মানবিক আইনের কঠোর লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভয়ঙ্কর ব্যত্যয়ের ব্যাপারে গুরুতর ও উদ্বেগজনক জিজ্ঞাসা তৈরি করেছে।

image.png
প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ দুর্গে গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এর নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন।

শহরটির মেয়র জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। ২৮০ জনের মরদেহ জড়ো করে গণকবর দেওয়া হয়েছে। অনেক মরদেহের হাত ছিল পেছন দিকে বাঁধা।

এদিকে বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের অভিযোগ ‘সম্পূর্ণ’ অস্বীকার করেছে রাশিয়া। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বুচার ঘটনা এবং ঘটনার সময়ের সঙ্গে ইউক্রেনের দেওয়া ঘটনার বয়ানের কোনো মিল নেই। আন্তর্জাতিক নেতাদের ইউক্রেনের বয়ান অনুসারে বুচার ঘটনাকে বিচারে তাড়াহুড়া না করার আহ্বান জানাই।

তিনি বলেন, এই তথ্যটি (বুচায় ব্যাপক হত্যাকাণ্ড) অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমরা যা দেখলাম এবং আমাদের বিশেষজ্ঞরা ভিডিওতে করা জালিয়াতি এবং অন্যান্য মিথ্যা শনাক্ত করেছে।

রাশিয়া-ইউক্রেন বুচা হত্যাকাণ্ড জাতিসংঘ
সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন
০৪ এপ্রিল ২০২২
ইউক্রেনে রাশিয়ার নৃশংসতা আলোচনাকে কঠিন করে তুলেছে : জেলেনস্কি
০২ এপ্রিল ২০২২
এমন রমজান আগে দেখেননি ইউক্রেনের মুসলমানেরা
২৫ মার্চ ২০২২
ইউক্রেনে ১৩৫১ রুশ সেনা নিহত : রাশিয়া
২৪ মার্চ ২০২২
ইউক্রেনের কৃষিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন
২৩ মার্চ ২০২২
‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুশ মুদ্রায় গ্যাস বিক্রি করবেন পুতিন
২৩ মার্চ ২০২২
রাশিয়া-ন্যাটো সংঘর্ষের পরিণাম হবে ভয়াবহ : ক্রেমলিন
১৪ মার্চ ২০২২
চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া : ক্রেমলিন
১১ মার্চ ২০২২
কিয়েভের কাছে আবারো সুসংগঠিত হচ্ছে রুশ বাহিনী
১১ মার্চ ২০২২
জেলেনস্কির সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত পুতিন : রুশ পররাষ্ট্রমন্ত্রী
১১ মার্চ ২০২২
সদস্যপদ দিচ্ছে না ইইউ, জেলেনস্কির আশায় গুড়ে বালি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44