বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ব্যক্তি নিহত

in #top6 years ago

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (০৪ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জবেদ আলী ওই গ্রামের মৃত মেসের আলীর ছেলে।স্থানীয়রা জানায়, দুপুরে জবেদ আলী বাঁশ কাটার জন্য গেলে বাঁশের মধ্যে বিদ্যুতের তার লেগে তার ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৮,
লেটেস্টবিডিনিউজ.কম/জেড

রাজধানী ঢাকার বাড্ডা অানন্দ নগরে টিনের চালে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম(১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
অানন্দ নগরের ভূঁইয়া বাড়িতে রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।মৃত শামীম স্থানীয় জোহরা কামাল প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
বাসার কেয়ারটেকারের দায়িত্বে থাকা নিপা জানান, দুপুর ২টার দিকে শামীম বাসার টিনের চালের উপর থেকে বল অানতে যায়। এসময় টিনের চালের উপর দিয়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
তিনি জানান, সাথে সাথে বাসার বিদ্যুতের মেইন সুইস বন্ধ করে শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিপা জানান, হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটায় শামীমকে মৃত ঘোষণা করেন।
শামীমের বাবার নাম অাবুল কালাম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের দামুড্ডা থানার শরাইসকাঠি গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসঅাই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৮,
লেটেস্টবিডিনিউজ.কম/জেড

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63