টাইম ট্রাভেল গাণিতিকভাবে সম্ভব

in #time2 years ago

টাইম ট্রাভেল গাণিতিকভাবে সম্ভব

টাইম ট্রাভেল এই শব্দটির সাথে অনেকেই আমরা যেমন পরিচিত, তেমনি আবার অনেকেই অপরিচিত । তবে বর্তমান বিশ্বে যেই গতিতে এই টাইম ট্রাভেলকে নিয়ে

যত জল্পনা-কল্পনার সৃষ্টি হচ্ছে এই টাইম ট্রাভেলের নাম শুনাটা ততোটাই স্বাভাবিক। আমরা অনেকেই জানিনা কী এই টাইম ট্রাভেল । তবে আজ আমি এর বিস্তারিত কোনো ব্যাখ্যায় যাবো না । অন্য আরেকটি আর্টিকেলেএই টাইম ট্রাভেলকেনিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। টাইম ট্রাভেল শব্দটি শুনেই আমরা বুঝতেপারছি যে এর অর্থ “কাল বা সময় পরিভ্রমণ।“ অর্থাৎ এই টাইম ট্রাভেল দ্বারাআমরা আমাদের অতীতে কিংবা সুদূর ভবিষ্যতে ভ্রমণ করতে পারবো।
যাইহোক,আজ আমরা জানতে চলেছি একটি নতুন গবেষণা সম্বন্ধে। একটি নতুন গবেষণারফলাফল বলছে যে টাইম ট্রাভেল বাস্তবে এখনো প্রমাণিত না হলেও তা গাণিতিকভাবে প্রমাণিত। তবে চলুন জেনে আসা যাক এই নতুন গবেষণা সম্পর্কে।
পদার্থবিজ্ঞানীরা একটি নতুন গাণিতিক মডেল তৈরী করেছেন যার দ্বারা প্রমাণিত হয়েছে যে টাইম ট্রাভেল সত্যি সত্যি গাণিতিকভাবে প্রমাণিত। The "Theory of General Relativity" and the "Traversable Acausal Retrograde in Space-time (TARDIS)" are two examples of time travel.
Shifting Time:

আইন্সটাইন একটি তত্ত্ব দিয়েছেন আর তাহলো “সময় আপেক্ষিক এবং নমনীয়” অর্থাৎ সময়কে বাঁকানো যায়।“ আইনস্টাইন তাঁর এই তত্ত্ব প্রকাশ করার আগে থেকেই মানুষজন এই টাইম ট্রাভেলের সম্ভাবনা নিয়ে যত জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছিলো। এমনকি সায়েন্স ফিকশন সব ছবি এবং বইগুলোও এই টাইম ট্রাভেলের রূপকথা দিয়ে পরিপূর্ণ। কেউ কেউতো আবার টাইম ট্রাভেলের রূপকথাতে টাইম ট্রাভেলকে ঘটান একটি টাইম মেশিন দ্বারা। দুইজন পদার্থবিদ মনে করেন যে, এখনই উপযুক্ত সময় সেই কাল্পনিক টাইম মেশিনকে বাস্তবে রূপান্তরিত করে নিয়ে আসার জন্য। Ben Tippett of the University of British Columbia stated, " , কিন্তু গাণিতিকভাবে এটি সম্ভব।“
Tippett, the University of Maryland, David Tsang, and others are involved.
"Backwards and forwards through time and space as interpreted by an external observer" is how the "Journal Classic" "Quantum Gravity" is described in abstract form.
The "TARDIS."

Tippett stated, " , ."

আমাদের মহাবিশ্বে যেমন অধিক ভারী কোন বস্তুর কারণে স্থান-কাল বেঁকে যায় তাঁদের তত্ত্ব দ্বারাও এমনটিই ধারণা করা হয়। Tippett, Tsang, the TARDIS, the "bubble," and other characters all appeared in the episode. তাঁরা তাঁদের পেপারে লিখেছেন যে, “এটি একটি বাক্স যা স্থান-কালের মাধ্যমে বৃত্তাকার পথ বরাবর “সামনের দিকে এবং পিছনের দিকে” ভ্রমণ করে। “
দুর্ভাগ্যবশত, এখনো এই টাইম মেশিনটি নির্মাণ করা সম্ভব নয়।
Tippett stated, "Exotic Matter" is "Exotic Matter," which is "Exotic Matter." এই উপায়ে স্থান-কালকে বাঁকানো অসম্ভব কিন্তু তাঁদের আবিষ্কার হওয়ার নিশ্চয়তা এখনো আছে।“
যাইহোক, কিছু মানুষ মনে করেন যে, টাইম মেশিন কখনো সম্ভব নয় কারণ টাইম ট্রাভেল নিজেই কখনো সম্ভব নয়। সময় এবং শক্তির মাঝে একটি গভীর কাছাকাছি সম্পর্ক রয়েছে যেটির কারণে টাইম ট্রাভেল অভাবনীয় বলে মনে করা হয়।
যাইহোক না কেন তা হতে পারে । তবে একটি বিষয়ে বিজ্ঞানীরা সকলেই একমত আর তাহলোঃ “স্থান-কাল নিয়ে পড়াশোনা করা যেমন চিত্তাকর্ষক ঠিক তেমনি সমস্যাযুক্ত এবং অনিশ্চিত।“
যাইহোক, তাঁদের এই তত্ত্বই একমাত্র তত্ত্ব নয় যেটি বলছে টাইম ট্রাভেল সম্ভব।
Photon Simulation is a process that involves the simulation of photons. আরেকটি তত্ত্ব বলছে সময় নামক সম্ভাব্য কণা সম্পর্কে। বিজ্ঞানের উন্নতির ধারা দিন দিন যত বৃদ্ধি পাবে টাইম ট্রাভেলের বাস্তবিক প্রমাণ হওয়ার সম্ভাবনাও ততো বৃদ্ধি পাবে। আর সেই অপেক্ষাতেই সমস্ত বিজ্ঞানীদের সাথে আমরাও পথ চেয়ে বসে আছি কারণ হয়তো আমরা এই টাইম ট্রাভেলের মাধ্যমে আমরা আমাদের অতীতে যেয়ে আমাদের ভুলগুলো শুধরে আসতে পারবো অথবা ভবিষ্যতে যেয়ে দেখে আসতে পারবো যে আমাদের ভবিষ্যত উজ্জ্বল নাকি অন্ধকার। আর সেই দিনটির অপেক্ষায় আমরা আজও দিন গুণে যাচ্ছি।

Sort:  

HI @rehana121

hope you doing well . We have some restrictive rules on our Steemit platform. You must follow those rules. Copying this post of yours from somewhere else is a violation of our Steemit platform rules. To be a real blogger you must use your creativity . Your content is totally copied from another source . You have to mention or give the link from where you copied content .Otherwise it will be considered as plagiarism . Also you only can 25% (of course have to mention the source ) of the rewrite article from somewhere else and the remaining 75% have to write from your own . Hope you will try to follow our steemits rules from now on.

Thank you .

Your post are written from this source link .

Ok. I'll keep it my mind.
And thanks for you information sir.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42