গতকাল বিকেলে কাটানো মুহূর্ত।
যেহেতু গ্রামীণ অঞ্চলে থাকি, তাই বৃষ্টির দিনে সেভাবে বাইরে বের হওয়ার সুযোগ হয়ে ওঠেনা। মোটামুটি গত কয়েকদিন বেশ ভালই বৃষ্টি হয়েছে, যার কারণে গ্রামীণ কাঁচারাস্তা গুলোর একদম নাজেহাল অবস্থা।
তাছাড়াও গিন্নির নানি কয়েকদিন থেকে বারবার ফোন করে যাচ্ছিল, বলছিল সময় সুযোগ পেলে অন্তত দেখা করে যাস। অতঃপর গতকাল বিকেল বেলার দিকে, মোটরবাইক বের করে গিয়েছিলাম গিন্নির নানি বাড়ি এলাকায়।
এখন আবহাওয়া কিছুটা শান্ত, খুব একটা গরম নেই, তাই পড়ন্ত বেলার দিকে পরিবার নিয়ে বাইকে চড়ে নব্য নির্মিত পাকা রাস্তার ধরে সোজা চলে গিয়েছিলাম গিন্নির নানি বাড়িতে। গিন্নি নিজেও বেশ খুশি ছিল। তাছাড়া বাবু বাইকে চড়ে ঘুরলে এমনিতেই খুশি হয়।
৫-৭ কিলোমিটারের রাস্তা, তবে রাস্তাটা এত সুন্দর যা কিনা মুখে বলে প্রকাশ করা কিছুটা কষ্টসাধ্য। এখন যেহেতু সদ্য ধান রোপণ করা হয়েছে, তাই চতুর্দিকে শুধু সবুজ ধানের জমি। আপনার দৃষ্টি যতদূর যাবে, ততদূর শুধু সবুজ আর সবুজ। এক কথায়, চোখ জুড়ানো সবুজের সৌন্দর্য।
এই অপার্থিব সৌন্দর্যের মধ্য দিয়েই পড়ন্ত বেলায় আমরা ছুটে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। মাঝপথে তো বাইক থামিয়ে আমরা ফটো তুলেছিলাম নিজেদের মতো করে। এক কথায় অসাধারণ অনুভূতি। যেমন নিরিবিলি ও মনোরম পরিবেশ, তেমন সময়টাও কেটেছিল দারুণ।
টানা বৃষ্টির পরে, প্রকৃতি যেন আবারও নবরূপে সেজেছে। প্রকৃতির সেই নবরূপ দেখার স্বাদ মিটলো গতকাল বিকেলে। সব মিলিয়ে সময়টা থাকবে মনে রাখার মতো।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.