কোটা নেই, কিন্তু বাংলাদেশ কেন কোটাবিরোধী প্রচণ্ড বিদ্রোহ দেখছে

in #there6 months ago

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য ৩০% কোটার বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। কোটা, 2018 সালে শেখ হাসিনা সরকার বাতিল করেছিল, 1 জুলাই হাইকোর্ট পুনঃস্থাপন করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিত করেছিল। তারপরও ছাত্ররা বিদ্রোহ করছে কেন?

protesting-students-blocked-a-rail-track-in-dhaka-as-they-demanded-a-merit-based-system-for-civil-se-17020410-16x9_0.webp

৩০% চাকরির কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রায় সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা কর্মীরা ক্যাম্পাসে ঝাঁপিয়ে পড়েছে এবং ছয় বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করে নিয়েছে। প্রতিবাদের তীব্রতা এতটাই যে সরকার স্কুল-কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। যে কোটার বিরুদ্ধে কোন রাজনৈতিক আনুগত্য নেই এমন ছাত্ররা বিদ্রোহ করছে?

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96605.56
ETH 3461.33
SBD 1.57