প্রযুক্তি উন্নয়ন.......

in #technology6 years ago

বর্তমানে পৃথিবীতে প্রাযুক্তির ব্যবহার অধিক পরিমাণে বেড়ে গেছে। প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে। নানা ধরনের প্রযুক্তি দেখা যায়। যেমনঃ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। তবে টেলিভিশন,টেলিফোন ইত্যাদি যন্ত্রগুলো নেই বললেই চলে। এগুলোর ব্যবহার কমে গেছে।

আগে ছিল টেলিফোন। পরে আসলো সাধারণ ব্রান্ডের কিছু মোবাইল ফোন। যেমনঃ নোকিয়া, সোনিরিয়েক্সেল ইত্যাদি। যেগুলো চড়া দামে বাজারে বিক্রি হত।

Untitled-1-182.jpg
Source

যেমনঃ নোকিয়া 1110 মডেলের একটি হ্যান্ডসেট তখন মানুষ ৭-৮ হাজার টাকায় কিনতো। মটোরোলা একটি হ্যান্ডসেটের দাম তখন প্রায় ৫-৬ টাকা ছিল।

কিন্তু সেসব হ্যান্ডসেট এখন মার্কেট আউট। এখন আর সেগুলো মার্কেটে নাই।

এখন চলছে স্যামসাং, হুয়াই, লিনোভের যুগ। এখন সব হাতে হাতে দেখা যায় টাচস্ক্রিন জাতীয় হ্যান্ডসেট।

আগে এক গ্রামে ২-৩ টা টেলিভিশন ছিল। এখন সব ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ।

2_144766.jpg
Source

যত দিন যাচ্ছে তত মানুষ প্রযুক্তি নির্ভর হচ্ছে। প্রযুক্তিতে ততো উন্নত হচ্ছে।

সম্প্রতি একটা কম্পিউটার আবিষ্কার হয়েছে। যেটা একেবারেই ক্ষুদে কিন্তু সেটার শক্তি অনেক বেশি। সেটা দেখতে স্মার্টফোনের মতো হলেও সেটা একটা ক্ষুদে কম্পিউটার। সেটা দিয়ে কম্পিউটারের সব কিছুই করা যায়। আরো যত দিন যাবে ততো অনেক অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কার হবে। আধুনিক প্রযুক্তি মানুষের সামনে চলে আসবে। প্রযুক্তির এই উন্নয়নকে আমি সাধুবাদ জানাই। তবে প্রযুক্তির ব্যবহারে অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেক ক্ষতি রয়েছে। সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।

Sort:  

যত দিন যাচ্ছে ততো মানুষ প্রযুক্তি নির্ভর হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65054.60
ETH 3558.38
USDT 1.00
SBD 2.35