২৪ মে পর্যন্ত ইন্টারনেটের স্বাভাবিক সেবা ব্যাহত

in #technology6 years ago

আগামী ২৪ মে পর্যন্ত দেশের স্বাভাবিক ইন্টারনেট সেবা ব্যাহত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় এই সমস্যা চলছে। শুক্রবার থেকে ডেটা সার্ভিসে সমস্যা দেখা দিতে শুরু করেছে। ভারতের চেন্নাই অংশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ চলায় এ ঘটনা ঘটছে।

155852Internet_(2).jpg

http://kalerkantho.com/assets/news_images/2018/05/21/155852Internet_(2).jpg
image sources
তিনি বলেন, ইন্টারনেট সেবা যাতে ব্যাহত না হয় সে জন্য বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার পরও বিঘ্ন ঘটতে পারে। আমাদের ব্যান্ডউইথের রুট কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর থেকে কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুরে পরিবর্তন করা হয়েছে। আর এ জন্যই হালকা সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার পর দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে কিছু ব্যান্ডউইথ স্থানান্থর করেছে বিএসসিসিএল। ওই কেবলের ব্যান্ডউইথ ব্যবহার এখন ১৪০ জিবিপিএস থেকে বেড়ে ১৮০ জিবিপিএস হয়েছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি বর্তমানে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে। আর বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা ৫৫০জিবিপিএস। বাকি আড়াইশ জিবিপিএস ভারত থেকে আমদানি করা হচ্ছে।

Would you like to add some points?

Then comment And also Follow Me

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63362.14
ETH 2592.64
USDT 1.00
SBD 2.80