কথা

in #talklast year

কথা তোমাকে বলতেই হবে এমন কিন্তু না
কথা বলা খুব সহজ কিন্তু বলা কথা ফিরিয়ে আনা কঠিন।
চাইলেও ভুলে বলা কথা ফেরত আনতে পারবে না।
তাই কথা বলতে অবশ্যই ভেবে চিন্তে বলা দরকার।
যে জিনিস যেমন সহজ তার ব্যবহার তত সহজ লভ্য করতে নেই।
পৃথিবীতে যত সহজেই কথায় কাজ হয় অন্য মাধ্যমে তা হয় না।
আবার কথার পিছনে কথা থাকে
অর্থ না থাকলে তোমার কথার মূল্যায়ন পাবে না।
তাই নিজের কথাকে মূল্যবান করতে হলে
কথা কম বলে কাজে মনোযোগ দিতে হবে।
তারপর কথার মূল্যায়ন বারাতে হবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64060.29
ETH 3471.63
USDT 1.00
SBD 2.52