টাকা

in #taka7 years ago

টাকার উপর দুনয়াদারী,
টাকাই আনে সুন্দর সুন্দর
দালানকোটা ঘর বাড়ি।
পকেটেতে থাকলে টাকা,
বুদ্ধি গজায় ভারি পাকা।
পকেট শূণ্য, সবি শূণ্য,
শূণ্য সারা দুনিয়া।
কিছুই তখন পায়না
খুঁজে একা একা ভাবিয়া।
পকেটেতে নাইকো টাকা,
চোখে দেখে সবই ফাঁকা।
টাকার পিছে কেমন করে
ঘুরছে দেখো দুনিয়া।
টাকা দিয়ে বদলে নিচ্ছে,
আপন আপন জগৎটাকে।
এই দুনিয়ায় টাকাই হলো
সব সত্তার বড় সত্তা।
টাকা ছাড়া বেঁচে থাকার
বিকল্প আর নাই রাস্তা।download.jpg

Sort:  

এই দুনিয়ায় টাকাই হলো
সব সত্তার বড় সত্তা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113965.63
ETH 4421.86
SBD 0.87